২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

চামেলি দাস
  • আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
  • / 267

আবদুল ওদুদ, দিঘা: রথযাত্রার সূচি অনুযায়ী আগেভাগেই দিঘায় পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্মিত জগন্নাথ মন্দির ঘিরে গত কয়েকদিন ধরেই চলছিল উৎসবের প্রস্তুতি। শুক্রবার রথযাত্রার মূল অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী নিজে। মন্দিরে পুজো দেন, রথে দড়ি টানতেও দেখা যায় তাঁকে। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, তিনি নির্ধারিত সময়ের আগেই কলকাতায় ফিরে আসছেন।

সূত্রের খবর, রথযাত্রার মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই দিঘা ছেড়ে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর ফেরার কথা ছিল শনিবার, কিন্তু শুক্রবারই তড়িঘড়ি ফিরে আসেন তিনি। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্টভাবে জানা যায়নি।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তবে রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি কসবার একটি ল কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগকে ঘিরে যে চাপের মুখে পড়েছে রাজ্য সরকার ও তৃণমূল, সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই তড়িঘড়ি কলকাতায় ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের অস্বস্তি বাড়ার আগেই পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী নিজে হয়তো ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন—এমনই জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

একইভাবে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের স্বাস্থ্যের অবস্থায় তেমন উন্নতি হচ্ছে না। ড্রাউসিনেস কাটছে না সংসদের, বলছেন চিকিৎসকরা। এই অবস্থায় এটাও একটা কারণ হতে পারে যে মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি করে ফেরত যাওয়ার। তবে সঠিক কি কারণে মুখ্যমন্ত্রী নির্ধারিত সুচির আগে ফেরত গেলেন সেটা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর নিজেই ঘোষণা করেছিলেন ২৮ তারিখে কলকাতায় ফিরবেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দীঘায় আসার ক্ষেত্রেও সূচি বদলে একদিন আগেই চলে আসেন মুখ্যমন্ত্রী। একইভাবে ফেরার ক্ষেত্রেও একদিন আগেই ফিরে গেলেন তিনি।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার

আবদুল ওদুদ, দিঘা: রথযাত্রার সূচি অনুযায়ী আগেভাগেই দিঘায় পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্মিত জগন্নাথ মন্দির ঘিরে গত কয়েকদিন ধরেই চলছিল উৎসবের প্রস্তুতি। শুক্রবার রথযাত্রার মূল অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী নিজে। মন্দিরে পুজো দেন, রথে দড়ি টানতেও দেখা যায় তাঁকে। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, তিনি নির্ধারিত সময়ের আগেই কলকাতায় ফিরে আসছেন।

সূত্রের খবর, রথযাত্রার মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই দিঘা ছেড়ে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর ফেরার কথা ছিল শনিবার, কিন্তু শুক্রবারই তড়িঘড়ি ফিরে আসেন তিনি। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্টভাবে জানা যায়নি।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তবে রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি কসবার একটি ল কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগকে ঘিরে যে চাপের মুখে পড়েছে রাজ্য সরকার ও তৃণমূল, সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই তড়িঘড়ি কলকাতায় ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের অস্বস্তি বাড়ার আগেই পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী নিজে হয়তো ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন—এমনই জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

একইভাবে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের স্বাস্থ্যের অবস্থায় তেমন উন্নতি হচ্ছে না। ড্রাউসিনেস কাটছে না সংসদের, বলছেন চিকিৎসকরা। এই অবস্থায় এটাও একটা কারণ হতে পারে যে মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি করে ফেরত যাওয়ার। তবে সঠিক কি কারণে মুখ্যমন্ত্রী নির্ধারিত সুচির আগে ফেরত গেলেন সেটা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর নিজেই ঘোষণা করেছিলেন ২৮ তারিখে কলকাতায় ফিরবেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দীঘায় আসার ক্ষেত্রেও সূচি বদলে একদিন আগেই চলে আসেন মুখ্যমন্ত্রী। একইভাবে ফেরার ক্ষেত্রেও একদিন আগেই ফিরে গেলেন তিনি।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের