সাত গোলে লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের
- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 189
ইস্টবেঙ্গল – ৭ মেসার্স – ১
পুবের কলম ওয়েবডেস্ক: বড় জয় দিয়ে কলকাতা লিগে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে লাল-হলুদ ব্রিগেড ৭-১ গোলে উড়িয়ে দিল মেসার্স ক্লাবকে। লিগে জুনিয়ার ফুটবলারদের নিয়ে গড়া দল নামাচ্ছে ইস্টবেঙ্গল।
নৈহাটিতে দলের প্রথম ম্যাচ দেখতে প্রচুর লাল-হলুদ সমর্থক হাজির হয়েছিলেন। ম্যাচের শুরুর দিকে মেসার্স ভালোই লড়াই করছিল। এরই মধ্যে ২৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মনোতোষ মাজি। ১০ মিনিট পরে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। এই গোলের রেশ মিলিয়ে যাওয়ার আগেই গোল করেন গুইতে। এরই মধ্যে মেসার্সের এক ফুটবলারের শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। তিন গোল হজম করার মেসার্সের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল-হলুদের হয়ে চতুর্থ গোলটি করেন তন্ময় দাস। ৬৩ এবং ৬৫ মিনিটে পর ™র দুটি গোল করেন জেসিন টিকে। খেলার গতির বিরুদ্ধে ৬৯ মিনিটে একটি গোল পরিশোধ করে মেসার্সের অ্যান্ডি জাখারে। এরপরে ইস্টবেঙ্গলের একাধিক আক্রমণ রুখে দেন মেসার্সের গোলরক্ষক লাইমুজান সিং। ম্যাচের ইনজুরি টাইমে সুমন দে ইস্টবেঙ্গলের পক্ষে সপ্তম গোলটি করে গ্যালারিকে আরও একবার মাতিয়ে তোলেন।

































