আজ কলকাতায় ফিরবেন বাংলার হাজিরা, বিমানবন্দরে থাকবেন ফিরহাদ হাকিম

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 106
আবদুল ওদুদ: পবিত্র হজ সম্পন্ন করে আজ সকাল ৯:৪৫ মিনিটে কলকাতায় ফিরবেন বাংলার হাজিরা। শুক্রবার সেই প্রস্তুতির খতিয়ে দেখলেন রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি, হজ কমিটির সদস্য কুতুবউদ্দিন তরফদার, হজ অফিসার নাইয়ার ইকবাল, আইয়ুব আলী মোল্লা, হজ কমিটির আমন্ত্রিত সদস্য এ কে এম ফারহাদ সহ অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, গত বুধবার রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুরের সংসার খলিলুর রহমান বিমানবন্দর, রাজ্য হজ কমিটি সহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ,সিআইএসএফ,স্পাইস জেট, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, বিধাননগর কমিশনারেট, স্বাস্থ্য দফতর ,পিডব্লিউডি সহ অন্যান্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
রাজ্য হজ কমিটির পক্ষ থেকে সাংসদ তথা চেয়ারম্যান খলিলুর রহমান জানান, শনিবার সকাল ৯.৪৫মিনিটে ৩২১ জন হাজি কলকাতা ফিরবেন। এই বিমানে কলকাতা এবং অন্যান্য জেলার হাজিরা ফিরবেন। তাঁদের জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
রাজ্য হজ কমিটি এ ব্যাপারে তৎপর। প্রত্যেক হাজিকে বিমানবন্দরেই জমজমের পানি দেওয়া হবে। হাজিরা পাসপোর্ট দেখালে জমজমের পানি দেওয়া হবে।হাজিদের খিদমতে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা হাজিদের ট্রলি ব্যাগ সকলকে নিয়ে বিমানবন্দরের ভেতর থেকে বেরিয়ে আসবেন। সুষ্ঠুভাবে হজ পরিষেবা যাতে হয় তার জন্য রাজ্য হজ কমিটি তৎপর বলে খলিলুর রহমান জানান।
রাজ্য কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার বলেন , হাজিদের পরিষেবা দেওয়ার জন্য বিমানবন্দরে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে। তারা সমস্ত রকম পরিষেবা দেবেন। সুষ্ঠু হজযাত্রার জন্য তাঁরা বদ্ধপরিকর। রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে হজ ফেরত যাত্রীদের শুভেচ্ছা জানাতে বিমানব¨রে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ।
এছাড়াও থাকবেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান অহমদ হাসান ইমরান। থাকবেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব পি বি সালিম , সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ওবায়দুর রহমান, সংখ্যালঘু দফতরের কমিশনার শাকিল আহমেদ, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান সহ বিশিষ্টজনেরা।
প্রসঙ্গত , ১৬ই মে রাজ্য থেকে হজযাত্রা সূচনা হয়, শেষ হয় ২৯শে মে। আজ হজ ফেরত যাত্রীরা ফিরতে শুরু করবেন। পবিত্র শহর মদিনা বিমানবন্দর থেকে যে বিমানটি বাংলার হাজিদের নিয়ে ফিরে আসবে সেটি কলকাতায় পৌঁছিবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। শেষ বিমানটি আগামী ১১ জুলাই । রাজ্য থেকে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, ত্রিপুরা, মনিপুর এবং অসমের হজ যাত্রীরা কলকাতা থেকে হজ সম্পন্ন করতে গিয়েছেন। সব মিলিয়ে সাড়ে আট হাজার এরও বেশি হাজি হজ সম্পন্ন করে ফিরবেন।