পুবের কলম ওয়েবডেস্ক: কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন অ্যাসিট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল। নির্যাতিতা ও তাঁর বাবা-মার গোপন জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
ঘটনা জানাজানি হওয়ার পর শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। বুধবার সন্ধ্যায় কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে অভিযুক্ত তিনজন নির্যাতিতাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। এরপর মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। শনিবার সকালে কলেজের সরকারি নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের দাবি, নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।
























