৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করল ইরান

আবুল খায়ের
  • আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার
  • / 286

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ শুক্রবার  জাতিসংঘের হাইকমিশনার ফলকার টুর্ক-এর কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা, আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় ৬২৭ জন নিহত ও ৪,৮৭০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরাইলের ২০ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, এই হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি, হাসপাতাল, কারাগার, আবাসিক ভবন, নগর ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থানে হামলা চালিয়েছে।
এছাড়া, পরমাণু বিজ্ঞানীদের বাড়ি লক্ষ্য করে পরিচালিত হামলার কথাও তুলে ধরা হয়েছে, যেখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা প্রাণ হারিয়েছেন। এতে জীবনধারণ, চিকিৎসা, নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

ইরান আরও অভিযোগ করেছে, ইসরায়েল সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর পার্থক্য না করেই হামলা চালিয়েছে, এবং বেসামরিক নাগরিকদের আগাম সতর্কতা না দিয়ে মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘে সম্মেলন শুরু, নেতৃত্বে ফ্রান্স ও সৌদি আরব

বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইরান যে নীরব নয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তারা যে জবাবদিহি চায়, সেটা ফের প্রমাণ করেছে তেহরান। তবে জাতিসংঘ এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় আছে বিশ্ব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করল ইরান

আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ শুক্রবার  জাতিসংঘের হাইকমিশনার ফলকার টুর্ক-এর কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা, আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় ৬২৭ জন নিহত ও ৪,৮৭০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরাইলের ২০ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, এই হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি, হাসপাতাল, কারাগার, আবাসিক ভবন, নগর ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থানে হামলা চালিয়েছে।
এছাড়া, পরমাণু বিজ্ঞানীদের বাড়ি লক্ষ্য করে পরিচালিত হামলার কথাও তুলে ধরা হয়েছে, যেখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা প্রাণ হারিয়েছেন। এতে জীবনধারণ, চিকিৎসা, নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

ইরান আরও অভিযোগ করেছে, ইসরায়েল সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর পার্থক্য না করেই হামলা চালিয়েছে, এবং বেসামরিক নাগরিকদের আগাম সতর্কতা না দিয়ে মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘে সম্মেলন শুরু, নেতৃত্বে ফ্রান্স ও সৌদি আরব

বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইরান যে নীরব নয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তারা যে জবাবদিহি চায়, সেটা ফের প্রমাণ করেছে তেহরান। তবে জাতিসংঘ এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় আছে বিশ্ব।