২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশা থেকে বাড়ি ফিরলেন হরিহরপাড়ার দুই পরিযায়ী

সুস্মিতা
  • আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার
  • / 193

জিশান আলি মিঞা, বহরমপুর: ওড়িশা থেকে বাড়ি ফিরলেন হরিহরপাড়ার দুই পরিযায়ী শ্রমিক। নাম সামিউল শেখ ও জালিম শেখ। তাদের বাড়ি যথাক্রমে হরিহরপাড়ার সাহাজাদপুর ও নাজিরপুর গ্রামে। তারা ওড়িশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। বেলডাঙার বেনাদহ গ্রামের পাঁচ শ্রমিক ও নওদার দুই শ্রমিক-সহ মোট ন’জনকে সোমবার রাতে বাংলাদেশি সন্দেহে আটক করে ওড়িশার বাহাল থানার পুলিশ।

পরদিন নওদার দুই যুবককে ছেড়ে দেওয়া হলেও বাকি সাতজনকে জেলে পাঠানো হয়। খবর পেয়ে বাড়ির লোকেরা যোগাযোগ করেন হরিহরপাড়া থানায়, স্থানীয় বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশি সন্দেহে ওড়িশায় ৬দিন আটকে থাকার পর বাংলায় ফিরলেন মালদার ১৯ পরিযায়ী শ্রমিক

মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন ও সামিরুল ইসলামের টিম যোগাযোগ করেন ওড়িশা পুলিশের সঙ্গে। শুক্রবার সকালে তারা আটঘর জেল থেকে ছাড়া পান। খবর পেয়ে বৃহস্পতিবারই ওড়িশা পৌঁছন সামিউলের আব্বা সরিফুল ইসলাম। শনিবার দুপুরে বাড়ি ফিরেছেন ওই দুই শ্রমিক। স্বস্তিতে পরিবারের লোকেরাও।

আরও পড়ুন: বাংলায় কথা বলার ‘অপরাধে’ হরিয়ানায় আটক দিনহাটার ৭ বাসিন্দা

আরও পড়ুন: ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কড়া বার্তা তৃণমূল নেত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশা থেকে বাড়ি ফিরলেন হরিহরপাড়ার দুই পরিযায়ী

আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার

জিশান আলি মিঞা, বহরমপুর: ওড়িশা থেকে বাড়ি ফিরলেন হরিহরপাড়ার দুই পরিযায়ী শ্রমিক। নাম সামিউল শেখ ও জালিম শেখ। তাদের বাড়ি যথাক্রমে হরিহরপাড়ার সাহাজাদপুর ও নাজিরপুর গ্রামে। তারা ওড়িশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। বেলডাঙার বেনাদহ গ্রামের পাঁচ শ্রমিক ও নওদার দুই শ্রমিক-সহ মোট ন’জনকে সোমবার রাতে বাংলাদেশি সন্দেহে আটক করে ওড়িশার বাহাল থানার পুলিশ।

পরদিন নওদার দুই যুবককে ছেড়ে দেওয়া হলেও বাকি সাতজনকে জেলে পাঠানো হয়। খবর পেয়ে বাড়ির লোকেরা যোগাযোগ করেন হরিহরপাড়া থানায়, স্থানীয় বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশি সন্দেহে ওড়িশায় ৬দিন আটকে থাকার পর বাংলায় ফিরলেন মালদার ১৯ পরিযায়ী শ্রমিক

মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন ও সামিরুল ইসলামের টিম যোগাযোগ করেন ওড়িশা পুলিশের সঙ্গে। শুক্রবার সকালে তারা আটঘর জেল থেকে ছাড়া পান। খবর পেয়ে বৃহস্পতিবারই ওড়িশা পৌঁছন সামিউলের আব্বা সরিফুল ইসলাম। শনিবার দুপুরে বাড়ি ফিরেছেন ওই দুই শ্রমিক। স্বস্তিতে পরিবারের লোকেরাও।

আরও পড়ুন: বাংলায় কথা বলার ‘অপরাধে’ হরিয়ানায় আটক দিনহাটার ৭ বাসিন্দা

আরও পড়ুন: ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কড়া বার্তা তৃণমূল নেত্রীর