২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল হয়ে গেল রায়দিঘিতে
চামেলি দাস
- আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
- / 173
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দিঘি : ছাত্র-যুব- মহিলা সংগঠন এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এসের উদ্যোগে সোমবার কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং এই গণধর্ষণের সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্ত মূলক কঠোর শাস্তির দাবিতে রায়দিঘী বাজারে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এদিনের এই মিছিল রায়দিঘী ব্রীজ, রায়দিঘী গোলপার্ক, রায়দিঘী হাসপাতাল মোড় হয়ে রায়দিঘী ব্রীজ মুখে গিয়ে শেষ হয়।এরপর একটি বিক্ষোভ সভা হয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা কমিটি ও রায়দিঘী আঞ্চলিক কমিটির সভা নেত্রী সুচিত্রা শিকারী ও জেলা কমিটির সদস্য প্রতিমা মণ্ডল এবং যুব সংগঠনের ডায়মন্ড হারবার জেলার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য স্বরুপ হালদার।
Tag :
kasba rape case































