বদলের বাংলাদেশ! শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডের ঘোষণা

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 51
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডের ঘোষণা দিল ঢাকা ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বুধবার আদালত অবমাননার মামলায় মুজিব কন্যাকে ৬ মাসের কারা সাজার ঘোষণা দিয়েছে। বিচারপতি মুহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ এই রায় জারি করেছে।
জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগ বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। সম্প্রতি আওয়ামী লিগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর এই মামলা হয়।
যেখানে এক নারীকণ্ঠকে নানা কটূক্তিপূর্ণ কথা বলতে শোনা যায়। ‘এক মাঘে শীত যায়না’ মতো প্রবাদ ব্যবহার করে ওই নারীকণ্ঠে বর্তমান তদারকি সরকার সহ , বিএনপি ও আরও আওয়ামী লীগ বিরোধী দলগুলিকে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায়। এমনকি সে আরও বলে, আমার নামে আড়াইশো খুনের মামলা হয়েছে। অর্থাৎ আমি আড়াইশো খুন করার পারমিশন পেয়ে গিয়েছি। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি পর্যন্ত শোনা যায়। আর নারীকণ্ঠটি মুজিব কন্যা শেখ হাসিনার বলেই মত। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই প্রথম কোনও মামলায় তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত।
ঘটনার প্রেক্ষিতে চিফ প্রস্টিটিউটর তাজুল ইসলাম জানান, নারী কণ্ঠটি শেখ হাসিনারই। কণ্ঠ পরীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এদিন এআই দিয়ে তৈরি অডিওর জল্পনা উড়িয়ে দেন তিনি। তবে শেখ হাসিনার পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রাক্তন প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করেন। দেশটির আইন অনুযায়ী, এ ধরনের মামলায় কোনও পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান নেই। তারপরেও ন্যায় বিচারের ত্যাগিদে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ করে আদালত।