সুপ্রিম নির্দেশকে উপেক্ষা যোগীর, অভিযোগ সাংসদের
প্যান্ট খুলে খুলে ধর্ম পরীক্ষা! কুনওয়ার যাত্রা নিয়ে বিস্ফোরক আসাদউদ্দিন ওয়াইসি

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 35
পুবের কলম,ওয়েবডেস্ক: কুনওয়ার যাত্রায় কয়েক বছরে প্যান্ট খুলে খুলে ধর্ম পরীক্ষা করা হচ্ছে! বিস্ফোরক মন্তব্য করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির। বলা বাহুল্য, কানওয়ার যাত্রাপথে দোকানের বাইরে দোকানীর ধর্ম –পরিচয় লেখার নির্দেশে গতবছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন সেই স্থগিতাদেশ না মানারও অভিযোগ তোলেন সাংসদ। উলটে যোগী আদিত্যনাথের পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে বলে ক্ষোভ উগরে দেন।
এদিন অভিযোগের সুরে ওয়াইসি বলেন, মুজাফফরনগর বাইপাসের কাছে অনেক হোটেল আছে। সেগুলো বছরের পর বছর ধরে সেখানেই রয়েছে। কখনও কোনও সমস্যা হয়নি। অথচ বিগত কয়েকবছরে এহেন ঝামেলা রুটিন হয়ে দাঁড়িয়েছে।
আমার একটাই কথা, ১০ বছর আগে কি এখানে কুনওয়ার যাত্রা হয়নি? তখনকার সময়েও এই যাত্রা হতো। আর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হতো। কোনও অশান্তি ছিল না। এখন কেন এসব হচ্ছে? এখন, তারা হোটেল মালিকদের কাছ থেকে আধার কার্ড চাইছে। তারা দোকানদারদের তাদের প্যান্ট খুলতে বাধ্য করছে। একটা ধর্মনিরপেক্ষ দেশের এমন অবস্থা কেন। এই সব অনাচার দেশেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ। উল্টে যোগী আদিত্যনাথের অন্যায় আবদার গুলো অক্ষরে অক্ষরে পালন করছে তারা। যেখানে পুলিশের উচিত যারা দোকানদারদের হয়রানি করছে তাদের গ্রেফতার করা। সেটা না করে হেনস্থাকারীদের সাহায্য করছে। সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর ১১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এই যাত্রা অনুষ্ঠিত হবে। যা হিন্দু শ্রাবণ মাসের সাথে মিলে যায়। শিবভক্তদের জন্য এটি একটি বার্ষিক অনুষ্ঠান। এই তীর্থযাত্রায় তারা খালি পায়ে হেঁটে, কলসিতে (কাঁওড়) গঙ্গার জল মন্দিরে বহন করে নিয়ে যায়।