স্ত্রী সন্তানের জন্য মাসিক ৪ লক্ষ টাকা দিতে হবে মুহাম্মদ শামিকে: কলকাতা হাই কোর্ট

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 30
পুবের কলম,ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলেন ভারতীয় পেসার মুহাম্মদ শামি। স্ত্রী হাসিন জাহানের মামলার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ শামিকে তাঁর স্ত্রী হাসিন জাহানকে দেড় লক্ষ টাকা ও কন্যার ভরনপোষণের জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ২০১৮ সালে মুহাম্মদ শামির বিরুদ্ধে মামলা করে খোরপোশ বাবদ সাত লক্ষ টাকা দাবি করেছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহান। পাশাপাশি মেয়ের খরচ বাবদ আরও ৩ লক্ষ টাকা অর্থাৎ মোট ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন মুহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।
#WATCH | Kolkata, West Bengal | Cricketer Md Shami’s estranged wife, Hasin Jahan, says, “I used to model and act before I got married. Shami forced me to quit my profession. He wanted me to live only a housewife’s life. I loved Shami so much that I happily accepted it… But now… https://t.co/NFcLkkcUSP pic.twitter.com/zHJcJ5QNbh
— ANI (@ANI) July 2, 2025
তবে হাই কোর্ট সেই অঙ্ক কিছুটা কমালেও শামির স্ত্রী হাসিন জাহান মনে করছেন তিনি যথার্থ প্রাপ্যই পেতে চলেছেন। মামলার এই রায়ের পর শামির কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তাঁর স্ত্রী হাসিন জাহান বলেন, ‘আমি বিয়ের আগে মডেলিং করতাম। কিন্তু বিয়ের পর সেই পেশা ছাড়ি। শামির কথামতোই আমি সেই পেশা ছেড়ে দিয়েছিলাম। শামির কথা ভেবেই মুখ বুজে সব মেনে নিয়েছিলাম। এখন আমার কোনও উপার্জনও নেই। তাই আমাদের যাবতীয় খরচ তো ওকেই দিতে হবে। দায়িত্ব নিতে অস্বীকার করে শামি। বাধ্য হয়েই তাই মামলার রাস্তায় হেঁটেছি।’
উল্লেখ্য আলিপুর আদালত স্ত্রী ও সন্তানের জন্য মাসিক ৮০ হাজার টাকা দিতে শামিকে নির্দেশ দিয়েছিল। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে হাসিনের জন্য মাসিক ৫০ হাজার টাকা ও সন্তানের জন্য ৮০ হাজার টাকা মেটাতে শামিকে নির্দেশ দেয়। সেই রায়কেও চ্যালেঞ্জ করেন মুহাম্মদ শামির পত্নী হাসিন জাহান।