প্রণয়ের সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণ মামলা নয়: কেরল হাইকোর্ট

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 44
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণ মামলা করা যাবে না। একটি কেসের পর্যবেক্ষণে এমনটাই মন্তব্য করেছে কেরল হাইকোর্ট।
বেঞ্চ তার পর্যবেক্ষণে আরও জানিয়েছে, উভয়ের সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক কোনও কারণবশত পরবর্তীতে ভেঙে যেতেই পারে। সম্পর্ক ভেঙে গেলেই কোর্টের দ্বারস্থ হতে হবে কেন? যেখানে সম্পর্কটাই উভয়ের সম্মতিক্রমে এগিয়েছিল, সেখানে ধর্ষণের বিষয়টা অযৌক্তিক।
শুধুমাত্র ওই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে কখনওই ধর্ষণের মামলা রুজু করা যায় না। এমনটাই জানিয়েছে কেরল হাই কোর্ট। পর্যবেক্ষণের পর ধর্ষণ মামলায় অভিযুক্ত তরুণকে অন্তর্বর্তী জামিনও দিয়েছে আদালত।
জানা গেছে, অভিযোগকারী তরুণী মেডিক্যালের তৃতীয় বর্ষের পড়ুয়া। বিবাহিতাও। স্বামীর সঙ্গে একসঙ্গে না থাকলেও এখনও বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেননি। এই আবহে অভিযুক্ত তরুণের সঙ্গে সোশ্যাল সাইটে আলাপ হয়। প্রথম প্রথম অনলাইনেই কথা হতো। পরে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। তরুণীর অভিযোগ, গত বছরের ৩-৪ নভেম্বর হোটেলে নিয়ে গিয়ে ওই তরুণ তাঁকে ধর্ষণ করেছেন।
অভিযুক্ত তরুণের পক্ষে আইনজীবী জানিয়েছেন, ছুটিতে বাড়ি যাওয়ার কথা বলে ট্রেনে উঠে কোঝিকোড়ে চলে যান তরুণী। সেখানে অভিযুক্তের সঙ্গে দেখা করেন। এবং একসঙ্গে রাত্রীযাপণ করেন। পরে সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণ মামলা রুজু হয়।
উভয় পক্ষের মতামত শুনে আদালত স্পষ্ট জানিয়েছে সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক পরে ভেঙে যেতেই পারে। শুধুমাত্র এই কারণে ধর্ষণের মামলা রুজু করা যায় না। তাই অভিযুক্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি তরুণী আগে থেকেই বিবাহিত থাকার কারণে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের যুক্তি খণ্ডন করে দিয়েছে কেরল হাইকোর্ট।