পুবের কলম ওয়েবডেস্ক: ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। তার একদিন পরেই গ্রেফতার হয় মনোজিৎ মিশ্র এবং তা দুই সহকারী জেইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এর কয়েকদিন পরে গ্রেফতার হয় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার সরকারি আইন কলেজের গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।গত শনিবার নির্যাতিতাকে সঙ্গে নিয়ে পুলিশ গোটা কলেজ চত্বর ঘুরে দেখে। তার পর শুক্রবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।কলেজের বিভিন্ন অংশের থ্রিডি ম্যাপিং-ও করা হয় বলে সূত্রের খবর।
আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধৃত নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আজ, শুক্রবার আদালতে হাজির করানো হবে। নির্যাতিতার অভিযোগ ছিল, ঘটনার আগে চোখের ইশারায় পিনাকীকে গার্ড রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। এমনকী, পিনাকীর ফোনও কেড়ে নেন এক অভিযুক্ত। ঘটনা জানার পর কেন ওই নিরাপত্তারক্ষী কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানালেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
























