২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
২০১০-এর ওবিসি সংরক্ষণে মান্যতা এসএসসির

ইমামা খাতুন
- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 248
পুবের কলম প্রতিবেদক: ২০১০ সালের আগের ওবিসি সংরক্ষণকে মান্যতা দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। নিয়োগ বিজ্ঞপ্তিতে ফের সংশোধন করে জানাল এসএসসি। ২০১০-এর আগের আইনে ৬৬টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল।
আদালতের সেই নির্দেশকেই মান্যতা দিয়ে এ বার ২০২৫-এ এসএলএসটি (স্টেট লেভেল সিলেকশন টেস্ট) প্রক্রিয়ায় সংরক্ষিত আসনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। অবশ্য ওবিসি’র বিষয়টি এ’নও বিচারাধীন। পরবর্তীতে যদি কোনও পরিবর্তন হয় সেই মতো নির্দেশিকা পরিবর্তন করা হবে বলে জানিয়েছে এসএসসি।