৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ, আজানের জন্য বিশেষ মোবাইল অ্যাপ

কিবরিয়া আনসারি
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 101
পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মহারাষ্ট্রের মসজিদগুলোতে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করে প্রশাসন। ফড়নবিশ সরকারের দমন নিপীড়ন মূলক পদক্ষেপের পরও আজান দেওয়ার শোনার বিকল্প ব্যবস্থা করেছে স্থানীয় মুসলিমরা। জানা গিয়েছে, মুম্বাইয়ের বেশকিছু মসজিদের উদ্যোগে একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মসজিদের পাঁচ ওয়াক্ত আজান সরাসরি শোনা যাবে মোবাইলে। অ্যাপটি তৈরি করেছে তামিলনাড়ুর একটি সংস্থা।
অ্যাপটি অনেকটা স্মার্ট ওয়াচ অ্যালার্ট সিস্টেমের মতো কাজ করে। একবার ইনস্টল ও কনফিগারেশন হলে স্বয়ংক্রিয়ভাবে চলবে সেটি। মাহিম জুমা মসজিদের ট্রাস্টি ফাহাদ খলিল পাঠান জানান, ‘লাউড স্পিকারের বিরুদ্ধে পুলিশের কঠোরতার কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মসজিদেও এখন উচ্চস্বরে আজান দেওয়া হচ্ছে না। ঐতিহ্যবাহী যে পদ্ধতিতে দৈনিক পাঁচ ওয়াক্ত আজান শোনা যেত, মুসল্লিরা এখন ভীষণভাবে সেটার অভাব অনুভব করছেন।’
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে প্রায় দেড় হাজারটি লাউড স্পিকার খুলে ফেলেছে পুলিশ। মুম্বাই পুলিশ কমিশনার দেবন ভারতি জানান, শহরের সমস্ত ধর্মীয় স্থানে থাকা লাউড স্পিকার সরিয়ে ফেলা হয়েছে। যার ফলে মুম্বাই এখন ‘লাউড স্পিকার-মুক্ত’ একটি শহর।