নবান্নকে খতিয়ে দেখার নির্দেশ রাষ্ট্রপতি ভবনের
বিজেপি নেতা জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 161
পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি নেতা জগন্নাথের চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ‘ব্যবস্থা নিন’ চিঠি লিখে নবান্নকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ রাষ্ট্রপতিভবনের। বলা বাহুল্য, দু’দিন আগে জাঁকজমকভাবে রাজ্য বিজেপির সভাপতি পদে শমীক ভট্টাচার্যকে নির্বাচিত করা হয়েছে। এই আবহে গেরুয়া শিবিরের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জগন্নাথের চট্টোপাধ্যায়। জানা গেছে, তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই দলের ভিতরে ও বাইরে দুর্নীতি, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছে। এবার তা নিয়ে খোঁজ খবর করতে নবান্নকে চিঠি পাঠাল রাষ্ট্রপতি ভবনের সচিবলায়।
যদিও, এই প্রসঙ্গে রাজ্য বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই বিষয়ে তার কাছে কোনও খবর নেই। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ জগন্নাথ। পাশাপাশি এহেন চিঠির কোনও অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি।
জানা গিয়েছে, উদয় সিং নামে এক জনৈক ব্যক্তি কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআই-এর দফতরে জগন্নাথের সম্পত্তি নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগেরই সত্যতা খতিয়ে দেখতে তৎপর হয় রাইসিনা হিল। নবান্নকে গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রপতির সচিবালয় দফতর। যদিও নবান্নের তরফে চিঠির আনুষ্ঠানিক প্রাপ্তি স্বীকার করা হয়নি । তবে কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য সংগঠনের কোনও পদাধিকারীর বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনে দুর্নীতির অভিযোগ জানানো বিরল থেকে বিরল ঘটনা। একইভাবে রাইসিনা থেকে মহাকরণ বা নবান্নে সেই নিয়ে চিঠি পাঠানোর ঘটনাও বিরল। আর অবাক করার বিষয় খোদ অভিযোগকারীও বিজেপির সদস্য।
































