ডুরান্ড কাপ শুরু ২৩ জুলাই, মহামেডান মাঠে নামছে ২৮ জুলাই
- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 113
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সোমবার ১৩৪-তম ডুরান্ড কপের সূচী ঘোষণা করা হল। প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই। সেমিফাইনাল দুটি হবে যথাক্রমে ১৯ এবং ২০ আগস্ট। ফাইনাল ২৩ আগস্ট।
উদ্ধোধনী ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গল খেলবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ৩১ জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচ। সেখানে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। গ্রুপে মোহনবাগানের পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ এবং ৯ আগস্ট। অন্যদিকে ২৩ জুলাই উদ্বোধনী ম্যাচের পরে ইস্টবেঙ্গলের পরের দুটি ম্যাচ যথাক্রমে ৬ এবং ১০ আগস্ট।
পাশাপাশি মহামেডান ডুরান্ডে অভিযান শুরু করবে ২৮ জুলাই। কিশোর ভারতীতে সাদা-কালোর প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি। ৩১ জুলাই মোহনবাগানের বিরুদ্ধে খেলার পরে ৭ আগস্ট গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সাদা-কালো ব্রিগেড খেলবে বিএসএফের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড ডুরান্ডে অভিযান শুরু করবে ২ আগস্ট।
টুর্নামেন্টের ২৪টি দলকে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি এবং বিএসএফ। এই দুটি গ্রুপের ম্যাচ আয়োজিত হবে যুবভারতী এবং কিশোরভারতী স্টেডিয়ামে। গত বার আইএসএলের ১২টি দল ডুরান্ডে খেলেছিল। তবে এ বার ডুরান্ডে খেলবে ৬টি দল। এ বার মোট ৬টি ভেন্যুতে ডুরান্ড কাপ আয়োজিত হবে। কলকাতার পাশাপাশি ম্যাচ হবে ইম্ফল, রাঁচি, জামশেদপুর, শিলং এবং কোকরাঝাড়ে।




























