নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভেস্তে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম বিএসএসের মধ্যে ম্যাচ। মঙ্গলবার এই ম্যাচটি হওয়ার কথা ছিল ব্যারাকপুরে। সারা দিন ধরে প্রবল বৃষ্টির কারণে এই ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। আইএফএ’র তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ইস্টবেঙ্গল ও বিএসএসের মধ্যে নির্ধারিত ম্যাচটি আয়োজন করা সম্ভব হল না।
পরে এই ম্যাচের আয়োজন করা হবে। লিগে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল দুটি ম্যাচ খেলেছে। তার মধ্যে একটিতে জয় পেয়েছে এবং অন্যটি ড্র হয়েছে। অন্যদিকে বিএসএস দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে। লাল-হলুদ কোচ বিনো জর্জ এই ম্যাচে জেসিন টিকে ও মনোতোষ মাঝিকে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন। ম্যাচ বাতিল হওয়ায় আপাতত সেটি সম্ভব হল না।
























