বড় রান পেল না বৈভব, হার ভারতের
- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 149
লন্ডন, ৮ জুলাইঃ আগের ম্যাচেই ৫২ বলে শতরান হাঁকিয়ে ভারতের অনুর্ধ্ব-১৯ দলে তারকা বৈভব সূর্যবংশী জানিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ভারত অধিনায়ক শুভমান গিলের মত সে-ও ডাবল সেঞ্চুরি করতে চায়। এ দিন অবশ্য সেটা হল না।
এ দিন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৪২ বলে ৩৩ রান করে বৈভব। মেরেছে তিনটি তিন এবং দুটি ছয়। ভারত অবশ্য এই ম্যাচ হেরেছে। ম্যাচে কিছুটা রক্ষনাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছে ১৪ বছরের এই ‘বিস্ময় বালককে।’ যে ধরণের বিধ্বংসী বাটিংয়ের জন্য বৈভব বিখ্যাত, এদিন তার ব্যাট থেকে সেই চেনা বিস্ফোরণ দেখা যায়নি। তাকে বেশ ধীরস্থির ও শান্ত দেখিয়েছে। এ দিন বৈভবের স্ট্রাইক রেট ছিলি ১০০’র কম।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ছোটরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১০ রান করে। জবাবে ৩১.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার বেন ডাকিন্স ৬৬ রান করেন। চার নম্বরে ব্যাট করতে নামা বেন মার্য়াস ৮২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে দেন।
তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও একটি ছয়। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন টমাস রিউ (৪৯)। এর আগে বৈভব বড় রান না পেলেও ভারতের রান দুশো পার করে দেয় আর এস অম্বরিশ। তার অপরাজিত ৬৬ রানে ইনিংসে রয়েছে ৬টি চার। ম্যাচ হারলেও বৈভবরা ৩-২ এই সিরিজ জিতে নিল।




























