২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সুপ্রিম কোর্টে জানালেন আইনজীবী এ. এম. সিংভি

নাগরিকত্ব নির্ধারণে নির্বাচন কমিশনের কোনও এখতিয়ার নেই

ইমামা খাতুন
  • আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 219

পুবের কলম ওয়েবডেস্ক: নাগরিকত্ব নির্ধারণে নির্বাচন কমিশনের কোনও এখতিয়ার নেই। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে চালু হওয়া বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানিতে আবেদনকারীদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ড. এ. এম. সিংভি। তিনি স্পষ্টভাবে বলেন, নাগরিকত্ব নির্ধারণ করার কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।

সিংভি ১৯৯৫ সালের Lal Babu Hussein বনাম Electoral Registration Officer মামলার রায় উদ্ধৃত করে জানান, সেই রায় অনুযায়ী, একজন নাগরিকের নাম একবার ভোটার তালিকায় উঠলে ধরে নেওয়া হয়, তিনি নাগরিকত্ব সংক্রান্ত শর্ত পূরণ করেছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তাঁর দাবি, বিহারে বর্তমানে যে SIR প্রক্রিয়া চলছে, তা সেইসব নাগরিকদের আবারও নাগরিকত্ব প্রমাণে বাধ্য করছে, যা সম্পূর্ণ আইনবিরোধী, অযৌক্তিক এবং সংবিধান পরিপন্থী।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

সিংভি আরও বলেন, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি বিষয়ে হস্তক্ষেপ করছে, যা তার এখতিয়ারের বাইরে পড়ে। নাগরিকত্ব নির্ধারণের একমাত্র এখতিয়ার রয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে—নির্বাচন কমিশনের হাতে নয়।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে জানালেন আইনজীবী এ. এম. সিংভি

নাগরিকত্ব নির্ধারণে নির্বাচন কমিশনের কোনও এখতিয়ার নেই

আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: নাগরিকত্ব নির্ধারণে নির্বাচন কমিশনের কোনও এখতিয়ার নেই। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে চালু হওয়া বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানিতে আবেদনকারীদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ড. এ. এম. সিংভি। তিনি স্পষ্টভাবে বলেন, নাগরিকত্ব নির্ধারণ করার কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।

সিংভি ১৯৯৫ সালের Lal Babu Hussein বনাম Electoral Registration Officer মামলার রায় উদ্ধৃত করে জানান, সেই রায় অনুযায়ী, একজন নাগরিকের নাম একবার ভোটার তালিকায় উঠলে ধরে নেওয়া হয়, তিনি নাগরিকত্ব সংক্রান্ত শর্ত পূরণ করেছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তাঁর দাবি, বিহারে বর্তমানে যে SIR প্রক্রিয়া চলছে, তা সেইসব নাগরিকদের আবারও নাগরিকত্ব প্রমাণে বাধ্য করছে, যা সম্পূর্ণ আইনবিরোধী, অযৌক্তিক এবং সংবিধান পরিপন্থী।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

সিংভি আরও বলেন, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি বিষয়ে হস্তক্ষেপ করছে, যা তার এখতিয়ারের বাইরে পড়ে। নাগরিকত্ব নির্ধারণের একমাত্র এখতিয়ার রয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে—নির্বাচন কমিশনের হাতে নয়।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন