২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সুপ্রিম কোর্টে জানালেন আইনজীবী এ. এম. সিংভি
নাগরিকত্ব নির্ধারণে নির্বাচন কমিশনের কোনও এখতিয়ার নেই
ইমামা খাতুন
- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 219
পুবের কলম ওয়েবডেস্ক: নাগরিকত্ব নির্ধারণে নির্বাচন কমিশনের কোনও এখতিয়ার নেই। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে চালু হওয়া বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানিতে আবেদনকারীদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ড. এ. এম. সিংভি। তিনি স্পষ্টভাবে বলেন, নাগরিকত্ব নির্ধারণ করার কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।
সিংভি ১৯৯৫ সালের Lal Babu Hussein বনাম Electoral Registration Officer মামলার রায় উদ্ধৃত করে জানান, সেই রায় অনুযায়ী, একজন নাগরিকের নাম একবার ভোটার তালিকায় উঠলে ধরে নেওয়া হয়, তিনি নাগরিকত্ব সংক্রান্ত শর্ত পূরণ করেছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তাঁর দাবি, বিহারে বর্তমানে যে SIR প্রক্রিয়া চলছে, তা সেইসব নাগরিকদের আবারও নাগরিকত্ব প্রমাণে বাধ্য করছে, যা সম্পূর্ণ আইনবিরোধী, অযৌক্তিক এবং সংবিধান পরিপন্থী।
সিংভি আরও বলেন, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি বিষয়ে হস্তক্ষেপ করছে, যা তার এখতিয়ারের বাইরে পড়ে। নাগরিকত্ব নির্ধারণের একমাত্র এখতিয়ার রয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে—নির্বাচন কমিশনের হাতে নয়।
Tag :
নির্বাচন কমিশন


















































