ভারতের পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মালয়েশিয়ার মডেলের

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 113
পুবের কলম ওয়েবডেস্ক: আশীর্বাদের নামে যৌন হেনস্থার শিকার মালায়েশিয়ান মডেল-অভিনেত্রী। সোশ্যাল সাইটে ভারাক্রান্ত হৃদয়ে পোস্ট। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২১ জুন সেপাং জেলার মারিয়াম্মান মন্দিরে। যা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত।
ওইদিন একাই মন্দিরে গিয়েছিলেন লিশাল্লিনি। মূলত, মন্দিরের এক পুরোহিতের কাছে সাধারণত পুজোর-নিয়ম কানুন শিখতেন অভিনেত্রী। এদিন ওই পুরোহিত তাকে বলেন, অভিনেত্রীর জন্য আশীর্বাদ হিসেবে পবিত্র জল ও সুরক্ষা সূত্র এনেছেন। পরে লিশাল্লিনিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ওই ব্যক্তি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিশাল্লিনি জানান, কিছুটা দ্বিধাবিভক্ত হলেও উনি পুরোহিতের কক্ষে যান। সেখানে সেখানে পুরোহিত তার গায়ে ও মুখে বারবার জল ছিটিয়ে দিতে থাকেন। এরপর ওই ব্যক্তি তাকে পোশাক তুলতে বলেন। নিষেধ করেন লিশাল্লিনি। তারপর উগ্র হয়ে ওঠে ওই পুরোহিত। হঠাৎই তার জামার ভিতরে হাত ঢুকিয়ে স্পর্শ করতে থাকেন। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যান অভিনেত্রী। কোনওভাবে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফেরেন ওই মডেল। তার মা ভারত থেকে ফিরে এলে ঘটনাটি জানান। তারপর ৪ জুলাই পুলিশের কাছে মামলা রুজু করেন। তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত পুরোহিত ভারতীয়। মন্দিরের মূল পুরোহিত বিদেশে থাকায় সাময়িকভাবে তার দায়িত্ব পালন করছিলেন।
সেপাং জেলার এসিপি নরহিজাম বাহামান মালয় এদিন জানান, অভিযুক্ত ভারতীয় নাগরিক। তিনি মুখ ও গায়ে পবিত্র জল ছিটানোর নামে ভুক্তভোগীকে শ্লীলতাহানি করে। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও কেউ অভিযোগ করেছিলেন। তবে মন্দিরের নাম খারাপ হওয়ার ভয়ে তা চেপে যায় কর্তৃপক্ষ। ঘটনার পর পর পলাতক পুলিশ। তার খোঁজে জারি তল্লাশি।