টানা চার ম্যাচে জোড়া গোলে ইতিহাস মেসির

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 134
পুবের কলম প্রতিবেদক: মেজর সকার লিগে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে নতুন এক ইতিহাস গড়লেন লিওনেল মেসি। টানা চারটি ম্যাচে জোড়া গোল করে মেসি লিগের স্কোরিং রেকর্ড নতুন করে লিখেছেন।
নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মিয়ামির ২-১ গোলে জয়ে লিওনেল মেসি প্রথমার্ধে দুটি গোল করেন। আর্জেন্টাইন তারকা এমএলএসে তার শেষ চারটি ম্যাচের প্রতিটিতে দুটি করে গোল করেছেন, যেটা চলতি আসরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড।
ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ইন্টার মিয়ামিকে প্রথমার্ধেই দুই গোলে লিড পায়। আর সেটা মেসির সৌজন্যে। ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে হেড দিয়ে মেসির পায়ে তুলে দেন। বক্সের ভিতরে দৌড়ে ঢুকে এক শটে জালে ঠিকানা খুঁজে নেন তিনি।
এর ১১ মিনিট পর নিজের ও দলের লিড দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৮০ মিনিটে কার্লেস গিল নিউ ইংল্যান্ডের পক্ষে এক গোল করে ব্যবধান কমান। মেসির উজ্জ্বল দিনে মিয়ামি ঘরোয়া প্রতিযোগিতায় টানা চার ম্যাচে জয় নিশ্চিত করেছে।
এ ছাড়া এমএলএসের চলতি মরশুমে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজেয় থাকল ফ্লোরিডার ক্লাবটি। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চমস্থানে মিয়ামি। তাদের পয়েন্ট ১৮। সাত পয়েন্টের ব্যবধানে সবার শীর্ষ এফসি সিনসিনাতি।