টি-২০ বিশ্বকাপের দ্বারপ্রান্তে ইতালি
- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 149
পুবের কলম প্রতিবেদক: ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের ফাইনালে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে ইতিহাস গড়ার পথে এগিয়ে গেল ফুটবলের গড় ইতালি। দ্য হেগে অনুষ্ঠিত এই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষে উঠে গেল তারা। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইতালির ওপেনার এমিলিও গে মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন।
এরপর হ্যারি মানেন্তি ৩৮ রান ও শেষ দিকে গ্রান্ট স্টুয়ার্টের ২৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস দলকে ১৬৭ রানে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের জর্জ মুনসি একপ্রান্ত আগলে ৬১ বলে ৭২ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে পারেননি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রানেই থামে স্কটিশদের ইনিংস। এ ম্যাচে বল হাতে ইতালির হয়ে চমক দেখান মানেন্তি। ব্যাটে অবদান রাখার পাশাপাশি বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন মানেন্তি।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে জার্সি ও স্কটল্যান্ড। ইতালির শেষ গ্রুপ ম্যাচ আগামী ১১ জুলাই। সেদিন তারা নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে। ওই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলবে ওল্ড লেডিরা।





























