ভাঙড়ে রাজ্জাক খাঁ খুনকাণ্ডে নয়া মোড়, তদন্তে গতি, নিরাপত্তা জোরদার, পরিবারের পাশে প্রশাসন

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 184
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পেরেছে, রাজ্জাক খাঁ-র শরীরে পাঁচটি গুলির আঘাত এবং ছয়টি ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন ছিল। তদন্তকারীদের ধারণা, প্রবল আক্রোশ থেকেই এই নৃশংস খুন করা হয়েছে।
ঘটনার পর থেকেই লালবাজারের গোয়েন্দা বিভাগ ও কাশিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যে দুই প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে আততায়ীদের স্কেচ তৈরি করা হচ্ছে। আটক করা হয়েছে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা ও জহিরুল ইসলামকে, যাঁরা নিহত রাজ্জাকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পাশাপাশি, আতঙ্কের আবহে প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। রাজ্জাক খাঁ খুনের পর ভাঙড়ের ১০ জন তৃণমূল নেতাকে দেহরক্ষী বরাদ্দ করা হয়েছে।
নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন -সাবিরুল ইসলাম, রাকেশ রায়চৌধুরী, অহিদুল ইসলাম, নিজামুদ্দিন মোল্লা, মমিনুল ইসলাম
আর দেহরক্ষী বাড়ানো হয়েছে – আহসান মোল্লা, বাহারুল ইসলাম, শাহজাহান মোল্লা, খাইরুল ইসলাম ও মহাসিন গাজীকে।
এই সব নেতা সোশ্যাল মিডিয়ায় নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা পোস্ট করে জানিয়েছেন।
এদিকে আজ নিহত রাজ্জাক খাঁ-র পরিবারের সঙ্গে দেখা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত নেতার স্ত্রীকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পুলিশি টহল চলছে ভাঙড়ে, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তদন্ত ও রাজনৈতিক প্রতিক্রিয়া উভয় দিক থেকেই রাজ্জাক খাঁ খুনের ঘটনা এখন ভাঙড়ের কেন্দ্রে।