পেট্রাপোলে এনআরসি বিরোধী পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 178
এম এ হাকিম, বনগাঁ: পেট্রাপোল সীমান্তে আচমকা এনআরসি’র বিরুদ্ধে পোস্টার দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার স্থানীয়দের নজরে আসে দেওয়ালজোড়া একাধিক বর্ণময় পোস্টার, যেখানে লেখা— গর্জে ওঠো বাঙালি, এনআরসি হল ছলচাতুরি; বাংলা দখলের স্বপ্নে এনআরসি এনেছে বিজেপি; দিনহাটার উত্তম কুমারের বাড়িতে নোটিশ কেন? মোদি-শাহ জবাব দিন। এমন নানান স্লোগান।
এই ঘটনাকে ঘিরে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে। এনআরসি চালু হলে ওদের জালি ভোট উধাও হয়ে যাবে। পালটা জবাবে তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, এটি রাজনীতি নয়, আতঙ্কিত মানুষের স্বতস্ফূর্ত প্রতিক্রিয়া। দিনহাটার এক সাধারণ নাগরিকের বাড়িতে এনআরসির নোটিশ পাঠানোয় সীমান্ত এলাকার মানুষ ভীত। তাদের ভয়, ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে এবং তারা হয়রানির শিকার হতে পারেন।
স্থানীয় বাসিন্দা অতনু মণ্ডল বলেন, এনআরসির নামে বাঙালিদের বিরুদ্ধে প্রহসন চলছে। তার প্রতিবাদেই কিছু মানুষ এই পোস্টার লাগিয়েছে। পুলিশ জানিয়েছে, কারা এই পোস্টার লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় এখন উত্তপ্ত রাজনৈতিক জলঘোলা চলছে।