২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আদালতের রায় ছাড়া আইএসএল নয় : ফেডারেশন

ইমামা খাতুন
- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 265
পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবারই আইএসএলে স্থগিতাদেশের কথা শুনিয়েছিল এফএসডিএল। আর শনিবার সেই আরও জটিলতা পাকিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যা ঘোষণা করল, তাতে আইএসএল যে বিশ বাঁও জলে তা কার্যত নিশ্চিত হয়ে গেল।
ফেডারেশন নিজেদের বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে আদালতের নির্দেশ না এলে তাদের পক্ষেও কিছু করা সম্ভব নয়। অর্থাৎ এফএসডিএল-ফেডারেশন চুক্তি নবীকরণের পক্ষে আদালত নির্দেশ না দিলে ডিসেম্বরের পর আইএসএল চুক্তি নবীকরণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে।
এফএসডিএল বিষয়টি ফেডারেশনের ওপর ছেড়েছে। আর ফেডারেশন পুরো বিষয়টি ছেড়ে দিয়েছে আদালতের ওপরে। আর দেশের এক নম্বর লিগ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে ভারতীয় ফুটবল।
কারণ এমতাবস্থায় আইএসএলের ক্লাবগুলির জন্য নতুন কোনও অপশন নেই। আইলিগেও তাঁরা ফিরে যেতে পারবে না। এই অবস্থায় প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় ফুটবলও। সুপ্রিম কোর্টের রায় যদি কোনও কারণে পিছিয়ে যায় তাহলে তাতে নষ্ট হতে পারে আইএসএলের ভবিষ্যৎ।