ক্যানিংয়ে বেসরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 184
নিজস্ব প্রতিবেদক, ক্যানিং: কসবার ল-কলেজ ও জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। রায়বাঘিনী এলাকার একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে অশ্লীল মেসেজ ও ছবি পাঠানোর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ডি’পল স্কুলে। শনিবার ওই স্কুলের অধ্যক্ষ লক্ষ্মণ লিমাকে স্কুল থেকেই আটক করে থানায় নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ। শুরু হয়েছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও তদন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যক্ষ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর ফোনে অশ্লীল বার্তা ও ছবি পাঠাচ্ছিলেন। ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় নম্বর কম দেওয়ার ও অকৃতকার্য করার ভয় দেখিয়ে অধ্যক্ষ তাকে চুপ করিয়ে রেখেছিলেন।
ছাত্রী জানায়, সে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও অধ্যক্ষ তার আচরণে কোনও পরিবর্তন আনেননি। শেষমেশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সাহস করে পরিবারকে বিষয়টি জানায় সে। এরপরেই পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়।অধ্যক্ষ লক্ষ্মণ লিমা অবশ্য পুলিশের কাছে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই ঘটনায় স্কুল চত্বরে ও আশেপাশের এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা ও ক্ষোভ।