মঙ্গলবার পৃথিবীতে ফিরছে শুভাংশুরা!

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্ক: কবে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লারা ? এনিয়ে চর্চার শেষ নেই। সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, আজ ১৪ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দেবেন শুভাংশুরা। আজ বিকেলে আনডকিং প্রক্রিয়া শুরু হবে। সোমবার, অর্থাৎ, ১৪ জুলাই স্পেস স্টেশন ছেড়ে মঙ্গলবার পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। এর আগে বলা হয়েছিল, ১০ জুলাই পৃথিবীতে ফিরবে অ্যাক্সিয়ম-৪।
শুভাংশুর সঙ্গে এই অভিযানে আইএসএস-এ গিয়েছেন আরও তিন নভশ্চর— ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। নাসার এই অভিযানের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বংশোদ্ভূত শুভাংশুই। কয়েকদিন আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন -এ ২ সপ্তাহ পূর্ণ করেছেন তারা। এই সময়কালে তাঁরা অতিক্রম করেছেন প্রায় ১০০ লক্ষ কিলোমিটার পথ এবং প্রত্যক্ষ করেছেন ২৩০ টি সূর্যোদয়।
উল্লেখ্য, অ্যাক্সিওম-৪ মিশন গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। ২৮ ঘণ্টার যাত্রার পর ড্রাগন মহাকাশযানটি পরের দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করে।
অ্যাক্সিওম স্পেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ক্রু পৃথিবীর চারপাশে প্রায় ২৩০ বার প্রদক্ষিণ করেছে এবং ৯৬.৫ লক্ষ মাইলেরও (প্রায় ১০০ লক্ষ কিমি) বেশি পথ পাড়ি দিয়েছে। মহাকাশ স্টেশন থেকে প্রায় ২৫০ মাইল উপরে, ক্রুয়ের সদস্যরা তাঁদের অবসর সময় পৃথিবীর মনোরম দৃশ্য উপভোগ করেছেন, ছবি ও ভিডিও তুলেছেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগও করেছেন।