১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে অপমানের প্রতিবাদে ১৬ জুলাই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
  • / 57

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বারবার বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদের অংশ হিসেবে ১৬ জুলাই কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিলের ডাক দিয়েছে শাসকদল। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। এ ছাড়া রাজ্যের বিভিন্ন জেলা ও দিল্লিতেও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হবে।

রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বাংলা ভাষা ও বাঙালির অসম্মান আমরা কিছুতেই মেনে নেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিবাদ জানাব রাস্তায় নেমে।”


প্রতিবাদ মিছিল শুরু হবে ১৬ জুলাই, দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলা ও বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের


হাওড়া, দমদম, ভাঙড় ও সল্টলেকের তৃণমূল কর্মী-সমর্থকরা এই মিছিলে অংশ নেবেন। একই দিনে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত জেলার জেলায়ও প্রতিবাদ কর্মসূচি চলবে। পাশাপাশি, দিল্লিতেও তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে।

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে জোর, বিজেপিকে তীব্র আক্রমণে মমতা-অভিষেক এক মঞ্চে

সাধারণত ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে তৃণমূল আগেই প্রস্তুত থাকে এবং তার আগে অন্য কোনও বড় কর্মসূচিতে যায় না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

আরও পড়ুন: ডিভিসির জল ছাড়ায় প্লাবিত বাংলা, কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর


বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার অপরাধে বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশি বলে হেনস্থা করার অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে।  উত্তরপ্রদেশ, অসম, দিল্লি, কর্নাটক—এই রাজ্যগুলিতে বহু মানুষ বর্ণবৈষম্য ও ভাষা-বিদ্বেষের শিকার হচ্ছেন বলে দাবি করেছে তৃণমূল।

চন্দ্রিমার কথায়, “এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি বাংলার পরিচয়, সংস্কৃতি ও আত্মসম্মান রক্ষার লড়াই। কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দিয়ে আমরা বারবার এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছি। কিন্তু কার্যত কোনও পদক্ষেপ না হওয়ায় এবার সরাসরি রাজপথে নামার সিদ্ধান্ত।”

রবিবার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি পরিদর্শন করেন তৃণমূলের এক সাংসদ প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সাংসদ সাগরিকা ঘোষ এবং সাংসদ সাকেত গোখলে। তাঁরা সেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের অভিজ্ঞতা শোনেন।

পরিদর্শনের পর তৃণমূলের তরফে জানানো হয়েছে, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের উপর নিপীড়ন করা হচ্ছে। দিল্লিতেও তারা বারবার অসম্মানের শিকার হচ্ছেন। তৃণমূল কংগ্রেস সর্বদা বাংলাভাষীদের পাশে আছে এবং থাকবে।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে অপমানের প্রতিবাদে ১৬ জুলাই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বারবার বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদের অংশ হিসেবে ১৬ জুলাই কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিলের ডাক দিয়েছে শাসকদল। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। এ ছাড়া রাজ্যের বিভিন্ন জেলা ও দিল্লিতেও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হবে।

রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বাংলা ভাষা ও বাঙালির অসম্মান আমরা কিছুতেই মেনে নেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিবাদ জানাব রাস্তায় নেমে।”


প্রতিবাদ মিছিল শুরু হবে ১৬ জুলাই, দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলা ও বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের


হাওড়া, দমদম, ভাঙড় ও সল্টলেকের তৃণমূল কর্মী-সমর্থকরা এই মিছিলে অংশ নেবেন। একই দিনে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত জেলার জেলায়ও প্রতিবাদ কর্মসূচি চলবে। পাশাপাশি, দিল্লিতেও তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে।

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে জোর, বিজেপিকে তীব্র আক্রমণে মমতা-অভিষেক এক মঞ্চে

সাধারণত ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে তৃণমূল আগেই প্রস্তুত থাকে এবং তার আগে অন্য কোনও বড় কর্মসূচিতে যায় না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

আরও পড়ুন: ডিভিসির জল ছাড়ায় প্লাবিত বাংলা, কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর


বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার অপরাধে বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশি বলে হেনস্থা করার অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে।  উত্তরপ্রদেশ, অসম, দিল্লি, কর্নাটক—এই রাজ্যগুলিতে বহু মানুষ বর্ণবৈষম্য ও ভাষা-বিদ্বেষের শিকার হচ্ছেন বলে দাবি করেছে তৃণমূল।

চন্দ্রিমার কথায়, “এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি বাংলার পরিচয়, সংস্কৃতি ও আত্মসম্মান রক্ষার লড়াই। কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দিয়ে আমরা বারবার এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছি। কিন্তু কার্যত কোনও পদক্ষেপ না হওয়ায় এবার সরাসরি রাজপথে নামার সিদ্ধান্ত।”

রবিবার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি পরিদর্শন করেন তৃণমূলের এক সাংসদ প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সাংসদ সাগরিকা ঘোষ এবং সাংসদ সাকেত গোখলে। তাঁরা সেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের অভিজ্ঞতা শোনেন।

পরিদর্শনের পর তৃণমূলের তরফে জানানো হয়েছে, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের উপর নিপীড়ন করা হচ্ছে। দিল্লিতেও তারা বারবার অসম্মানের শিকার হচ্ছেন। তৃণমূল কংগ্রেস সর্বদা বাংলাভাষীদের পাশে আছে এবং থাকবে।”