নবান্নে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী
অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, ভর্তি হাসপাতালে

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 46
পুবের কলম,ওয়েবডেস্ক: অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে।
হাসপাতাল সূত্রে খবর, আচমকাই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর রক্তজনিত সমস্যা শুরু হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আপাতত চিকিৎসাধীন । অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গেছে, এদিন মন্ত্রীসভার বৈঠকে হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মাথা ঘুরছে। খবর শোনামাত্রই তড়িঘড়ি চিকিৎসক ডাকা হয়। নবান্নেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর এসএসকেএমে পাঠানো হয়। নবান্ন থেকে মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হয় সংশ্লিষ্ট বৈঠক। বৈঠকের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব।