কবর থেকে এক নাবালিকার দেহ তুলে ময়নাতদন্তে পাঠালো উস্তি থানার পুলিশ

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 171
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবার কবর থেকে দেহ তুললো পুলিশ।এক নাবালিকার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো উস্তিতে। উস্তিতে এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।ওই নাবালিকার পরিবার সকলের অজান্তে তার দেহ কবর দেয় বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনার কথা জানতে পারে।সোমবার মাটি খুঁড়ে সেই মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, উস্তির উত্তরকুসুম এলাকায় বাড়ি লিলুফা খাতুন নামে ওই নাবালিকারা। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল সে। জানা গিয়েছে, সম্প্রতি ওই নাবালিকার সঙ্গে এলাকারই এক নাবালকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। সে কথা জানাজানির পর দু’জনে বাড়ি থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ।যদিও পরে ওই নাবালিকাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়েছিল নাবালকের বাড়ির লোকজন।
জানা গিয়েছে, শনিবার ওই নাবালিকার মৃতদেহ বাড়িতেই উদ্ধার হয়। আর সেই রহস্যমৃত্যু ঘিরেই চাঞ্চল্য দানা বেঁধেছে। অভিযোগ, ওই মৃত্যুর কথা নাবালিকার পরিবার কাউকেই জানতে দেননি। স্থানীয়দের অজান্তে বাড়ির অদূরে ওই নাবালিকার মৃতদেহ কবর দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সেই ঘটনা চাপা থাকেনি। রবিবার সেই কথা জানাজানি হয়ে যায়।আর সে খবর পুলিশের কাছে পৌঁছয়। কবর থেকে মৃতদেহ তুলে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ‘খুন’ নাকি ‘আত্মহত্যা’ সেই প্রশ্ন উঠেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।