১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মাত্র ৯ বছরে হৃদরোগে মৃত্যু হল রাজস্থানের প্রাচীর

ইমামা খাতুন
- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 48
মারুফা খাতুন: মাত্র ৯ বছর বয়সে থেমে গেল প্রাচী কুমাওয়েতের শৈশব। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। রাজস্থানের সীকর জেলার ঘটনা এটি। চতুর্থ শ্রেণীর ছাত্রী মঙ্গলবার স্কুল এসেছিল ঠিকই, কিন্তু সেইদিনই ছিল তার শেষ দিন। কে জানত তার আর বাড়ি ফেরা হবে না।
টিফিনের সময় খেতে বসে ঘটে এই দুর্ঘটনা। তড়াতাড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্কুল সূত্রে খবর সামান্য ঠাণ্ডা লাগায় বেশ কয়েকদিন অনুপস্থিত ছিল প্রাচী। সুস্থ হওয়ার পরে সোমবার থেকে নিয়মিত স্কুল আসছিল সে। আর মঙ্গলবারই ঘটে যায় এই ঘটনাটি।
চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হতে পারে প্রাচী। হাসপাতালে নিয়ে আসার সময় থেকেই তার হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। সিপিআর থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছু দিয়েও কোন লাভ হয়নি। মৃত্যু হয় ছোট্ট প্রাচীর।