ধস নেমে মৃত্যু তীর্থযাত্রীর, অনির্দিষ্টকালের জন্য স্থগিত অমরনাথ যাত্রা

- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 45
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল অমরনাথ যাত্রা। পাহাড় থেকে ধস নেমে এক তীর্থযাত্রীর মৃত্যুর পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বলা বাহুল্য, একদিকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উপত্যকা, তারওপর ধস তো রয়েছেই।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ দিন অমরনাথ যাত্রার বালতাল রুটে লাগাতার বৃষ্টির জেরে ধস নামে। গান্দেরবাল জেলার অধীনে এক জায়গায় ধস নামে। সেখানেই ধসে নামা এক পাথরের আঘাতে এক মহিলার মৃত্যু হয়। আহত হন তিনজন। তাঁদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-প্রশাসন।
ইতিমধ্যেই পুরো ঘটনার ভিডিয়ো সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, দু’জন তীর্থযাত্রী ধসে ভেসে যাচ্ছেন। পরে পথচলতি মানুষজনরাই তাঁদের উদ্ধার করেন।
Disturbing videos emerging from the Amarnath Yatra route. Praying for the safety of all our yatris. Hope everyone stays safe and reaches home unharmed. pic.twitter.com/oY6DRgkJiP
— FK (@FaisalKhankashi) July 16, 2025