১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুরে টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ২ মদ্যপ যুবক

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 48

পুবের কলম ওয়েবডেস্ক: রাতের শহর কি মেয়েদের জন্য আর নিরাপদ নয়?—বৃহস্পতিবার ফের সেই প্রশ্ন উঠে এল যাদবপুরের এক ঘটনায়। বুধবার গভীর রাতে শুটিং সেরে ফেরার পথে শ্লীলতাহানির শিকার হন বাংলা টেলিভিশনের এক অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় দুটি এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় জড়িত দুই মদ্যপ যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সময় ছিল রাত প্রায় সাড়ে তিনটে। শুটিং সেরে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। যাদবপুরের কৃষ্ণা গ্লাসের সামনে তাঁরা চা খেতে দাঁড়ান। সেই সময় একটি গাড়িতে করে দু’জন যুবক সেখানে আসে। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং অভিনেত্রী ও তাঁর বন্ধুদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করতে শুরু করেন। প্রতিবাদ করলে, পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিনেত্রীর দাবি, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে ওই যুবকরা। এমনকী, তাঁকে মারধরও করা হয়।

অভিযুক্ত দুই যুবকের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, অভিনেত্রীর বন্ধুরাই প্রথমে তাঁদের মারধর করেন। দুই পক্ষই যাদবপুর থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: মহেশতলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, “আমরা ওদের সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলছিলাম। কিন্তু ওরা লাগাতার খারাপ ব্যবহার করছিল। এমনকী আমার শ্লীলতাহানির চেষ্টা করে। আমাদের প্রতিবাদের পর ওরা হুমকি দেয়—থানা থেকে বেরিয়ে অ্যাসিড মারবে।”

আরও পড়ুন: আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার

যাদবপুর থানার পুলিশ সূত্রে খবর, দুই পক্ষকে শুরুতে মিটমাটের পরামর্শ দেওয়া হয়। তবে অভিনেত্রী প্রথমে এফআইআর দায়ের করেন। পরে পাল্টা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশ দু’জন যুবককে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল

এই ঘটনা ফের প্রশ্ন তুলছে রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে। গভীর রাতে রাস্তায় বেরোনো কি এখনও নিরাপদ নয়? শহরে পেট্রোলিং থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুরে টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ২ মদ্যপ যুবক

আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাতের শহর কি মেয়েদের জন্য আর নিরাপদ নয়?—বৃহস্পতিবার ফের সেই প্রশ্ন উঠে এল যাদবপুরের এক ঘটনায়। বুধবার গভীর রাতে শুটিং সেরে ফেরার পথে শ্লীলতাহানির শিকার হন বাংলা টেলিভিশনের এক অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় দুটি এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় জড়িত দুই মদ্যপ যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সময় ছিল রাত প্রায় সাড়ে তিনটে। শুটিং সেরে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। যাদবপুরের কৃষ্ণা গ্লাসের সামনে তাঁরা চা খেতে দাঁড়ান। সেই সময় একটি গাড়িতে করে দু’জন যুবক সেখানে আসে। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং অভিনেত্রী ও তাঁর বন্ধুদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করতে শুরু করেন। প্রতিবাদ করলে, পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিনেত্রীর দাবি, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে ওই যুবকরা। এমনকী, তাঁকে মারধরও করা হয়।

অভিযুক্ত দুই যুবকের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, অভিনেত্রীর বন্ধুরাই প্রথমে তাঁদের মারধর করেন। দুই পক্ষই যাদবপুর থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: মহেশতলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, “আমরা ওদের সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলছিলাম। কিন্তু ওরা লাগাতার খারাপ ব্যবহার করছিল। এমনকী আমার শ্লীলতাহানির চেষ্টা করে। আমাদের প্রতিবাদের পর ওরা হুমকি দেয়—থানা থেকে বেরিয়ে অ্যাসিড মারবে।”

আরও পড়ুন: আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার

যাদবপুর থানার পুলিশ সূত্রে খবর, দুই পক্ষকে শুরুতে মিটমাটের পরামর্শ দেওয়া হয়। তবে অভিনেত্রী প্রথমে এফআইআর দায়ের করেন। পরে পাল্টা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশ দু’জন যুবককে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল

এই ঘটনা ফের প্রশ্ন তুলছে রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে। গভীর রাতে রাস্তায় বেরোনো কি এখনও নিরাপদ নয়? শহরে পেট্রোলিং থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।