আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আন্দ্রে রাসেল
- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 119
মারুফা খাতুন: ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই তথ্য নিশ্চিত করেছে খোদ রাসেলই।
ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ ম্যাচ। অর্থাৎ ঘরের মাঠে জাতীয় দলের জার্সি পরে কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি। আর এই ম্যাচের পরেই ভক্তদের বিদায় জানাবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরফ থেকে সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্টও করা হয়েছে।
বলা বাহুল্য, ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় এদিন সংবাদ মাধ্যমে জানান, ছোট থেকেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল আমার। দেশের জার্সিতে নিজের নাম রাখা ও ঘরের মাঠে নিজের লোকজনের সামনে খেলার মজাই আলাদা। ইতিমধ্যেই আমার সেই স্বপ্ন ও ইচ্ছা দুটোই পূরণ হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে শুধুমাত্র টি ২০ ফরম্যাটে খেলতেন তিনি। তাঁর স্ট্রাইক রেট রীতিমত অপর পক্ষকে ভয় ধরানোর মত। বল হাতেই নয় ব্যাট হাতেও তিনি তাঁর প্রতিভার পরিচয় দিয়েছে বারবার। তবে আইপিএল তাঁকে এনে দিয়েছে অধিক খ্যাতি ও নাম। পরবর্তীতে আইপিএল থেকে শুরু করে সমস্ত ধরণের টি ২০ ফরম্যাটে ঝড় তুলেছেন তিনি। এখানে তাঁর স্ট্রাইক ১৬৮-এর উপরে। রাসেল বল কিংবা ব্যাট দুইভাবেই ম্যাজিক দেখাতে সক্ষম হয়েছেন। চার ওভার বল করে কোন ম্যাচের মোড় ঘুরিয়েছেন আবার কোন ম্যাচে তিন নং-এ বাট করে ২০ বলে সেই ম্যাচের পাশা-ও পালটে দিয়েছেন।
২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি ২০ বিশ্বকাপ। আর তারই আগে নিকোলাস পুরাণ এবং রাসেলের অবসর ওয়েস্ট ইন্ডিজ দলের উপর যে খুবই প্রভাব ফেলবে তা বলাই যায়।
Thank You, DRE RUSS!🫶🏽
For 15 years, you played with heart, passion, and pride for the West Indies 🌴
From being a two-time T20 World Cup Champion to your dazzling power on and off the field.❤️
WI Salute You!🏏#OneLastDance #WIvAUS #FullAhEnergy pic.twitter.com/bEWfdMGdZ7
— Windies Cricket (@windiescricket) July 16, 2025



























