লিভ-ইন-সঙ্গীকে পতিতাবৃত্তি করার প্রস্তাব, প্রত্যাখ্যান করায় কুপিয়ে খুন প্রেমিকের

- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 40
পুবের কলম,ওয়েবডেস্ক: দেহব্যবসায় নামতে নারাজ লিভ-ইন-সঙ্গী। রাগে প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলায়। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। পুলিশকর্তা নরেশ কুমার বলেন, এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের দু’টি দল পলাতক অভিযুক্তকে খুঁজছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হবে ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ওলেতি পুষ্পা। অভিযুক্ত যুবকের সঙ্গে ৬ মাস ধরে লিভ-ইন সম্পর্কে ছিলে তিনি। তারা জেলার বি সাভারাম নামক একটি গ্রামে বাড়ি ভাড়া করে থাকত। জানা গেছে, অভিযুক্ত যুবক প্রায়শই মদ খেয়ে আসত। আর উভয়ের মধ্যে ঝামেলা-বিবাদ লেগেই থাকত।
এদিন ঝামেলা চূড়ান্ত আকার ধারণ করে যখন অভিযুক্ত যুবক মৃত যুবতীকে পতিতাবৃত্তি করার জন্য প্রাস্তাব দেয়। তবে মেয়েটি বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। একপর্যায়ে ভীষণ রেগে যায় অভিযুক্ত। আচমকা ছুরি নিয়ে পুস্পার দিকে ছুটে যায়। এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে অভিযুক্ত। যুবতীর গলায়, বুকে, ঊরুতে ছুরি দিয়ে কোপ দিতে থাকে। নিজের মেয়েকে বাঁচাতে গেলে পুস্পার মা গঙ্গা ও ভাইকেও আঘাত করে মদ্যপ অভিযুক্ত। উভয়ে আহত হয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুস্পার ।
পুস্পার পরিবার সূত্রে খবর, উভয়ই সমবয়সী। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ছয় মাস ধরে শাম্মার সঙ্গে লিভ-ইন করছিলেন তরুণী। সম্প্রতি শাম্মার সন্দেহ হয়েছিল অন্য পুরুষের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে পুস্পা। তা নিয়ে বচসা লেগে থাকত উভয়ের। তারপর বুধবার রাত দশটা নাগাদ পুস্পাকে দেহব্যবসায় নামার প্রস্তাব দেয় অভিযুক্ত যুবক। সেই প্রস্তাবে রাজি হননি যুবতী। এই নিয়ে বচসা শুরু হয় উভয়ের মধ্যে। একটা সময় মেজাজ হারিয়ে পুষ্পাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন শাম্মা!