স্বপ্নের জাল বাংলা ছবি গান রেকর্ডিং করলেন সংগীত শিল্পী সোমা ঘোষ

- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 52
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: সুন্দরবনের ক্যানিং এস পি ডিজিটাল রেকডিং স্টুডিও তে বাংলা ছবি স্বপ্নের জাল এ একটি গান রেকর্ডিং করলেন সংগীত শিল্পী সোমা ঘোষ।গানের কথা প্রদীপ বোস,সুর ও সংগীত পরিচালক সত্যজিৎ পাল।পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত বাংলা নতুন ছবি “স্বপ্নের জাল” ইতিমধ্যে শুটিং হয়ে গেছে।
ছবির কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় বিশ্বজিৎ পাল।ডিওপি অমিত মুখার্জি, সম্পাদনা সুমন্ত ঘোষ, প্রযোজক কাকলী পাল, রূপ সজ্জায় পূর্ণিমা মন্ডল।সুন্দরবনের জল জঙ্গল এবং মানুষের কাহিনী নিয়ে গল্প স্বপ্নের জাল।
ছবি তে অভিনয় করছেন ডঃ শিবানী দত্ত,শর্মিষ্ঠা হালদার সাহা,নিবেদিতা সরকার,স্বপন দত্ত বাউল,অজয় হালদার,প্রশান্ত সরকার,শ্যামল দাস,নিতাই সূতার,পিন্টু সরদার, ভাস্বতী সরদার,শর্বানী বোস, মোনালিসা বোস বিশ্বাস,শিবরাম প্রামানিক,পূর্ণিমা মন্ডল,শিশু শিল্পী সর্বজিৎ পাল।
ছবি তে কন্ঠ শিল্পী বর্ণালী মিত্র,দেবব্রত পাহাড়ি,সোমা ঘোষ,সুমন হাওলাদার,দেবর্পিতা দাস, লিপিকা দে,বিশ্বজিৎ পাল, স্নেহাশিস বাগ,মাষ্টার সর্বজিৎ।এদিন সংগীত শিল্পী সোমা ঘোষ জানান তোর কথা ভেবে ভেবে যে আমার কেটে যে যায় সারা দিন গানটি রেকডিং করলাম।এটি পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত বাংলা ছবি স্বপ্নের জাল।গানটির কথা ও সুর খুব সুন্দর।
আশাকরি ছবিটি সকলের ভালো লাগবে।খুব সুন্দর গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে এবং ছবিতে গান গুলি ও খুব সুন্দর।পাল ফিল্ম প্রোডাকশন সুন্দরবনের বহু প্রতিভাবান ছেলে মেয়েদের গান বাজনা থেকে শুরু করে অভিনয়ের সুযোগ করে দিচ্ছে।আর এমন ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানায়।