১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ,জখম ৩

আফিয়া নৌশিন
- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 37
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিনজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের বাহিরবেনা এলাকায়। গুরুতর জখম তিন যুবক রামিজ রাজা,রাহিদুল মন্ডল ও রবিউল মন্ডল।জখম তিনজনের মধ্যে রামিজ রাজার অবস্থা সংকটজনক।প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই যুবক কে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে তালদির বয়ার সিং এলাকার দুই যুবক বাইক চালিয়ে ক্যানিং থেকে তালদির দিকে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে রামিজ রাজা বাইক চালিয়ে ক্যানিংয়ের দিকে আসছিল। বাহিরবেনা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয় তিনজন।
স্থানীয়রা প্রথমে রাজিম রাজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে রাতের অন্ধকারে অপর দুই যুবক রাস্তায় পড়ে যন্ত্রণায় কাৎরাচ্ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ জখম দুই যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
Tag :