১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল মগরাহাটের যুগদিয়ায়

আফিয়া নৌশিন
- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 34
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মগরাহাট : একদিকে সামনে বিধানসভার নির্বাচন, আর আরেকদিকে বিধানসভার আগে মেগা ২১ শে জুলাই।তৃনমূল নির্বাচনের আগে এই ২১ শে জুলাইকে পাখির চোখ করে এগোতে চাইছে। তাইতো এই ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ আকার নেবে বলে আশা করছে তৃনমূল নেতৃত্ব। তাই ছোট বড় সব রকমের প্রস্তুতি সভা চলছে প্রতিটা গ্রামে গ্রামে।
আর বৃহস্পতিবার সন্ধ্যায় মগরাহাট পূর্ব বিধানসভার মগরাহাট দু নম্বর ব্লকের যুগদিয়া জুব্বার ডাক্তারের মোড়ে যুগদিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল। যাতে উপস্থিত মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়ক নমিতা সাহা, মগরাহাট দু নম্বর ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি বাচচু সেখ, মগরাহাট দু নং পঞ্চায়েত সমিতির সভাপতি রুণা ইয়াসমিন,জেলা পরিষদ সদস্য অনুপ বৈরাগী,যুগদিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ইউনিস মল্লিক সহ আরো অনেকে।
এদিন বিধায়ক নমিতা সাহা বলেন,এবারের ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ হবে। আর আমার মগরাহাট পূর্ব বিধানসভার ১৪ টি পঞ্চায়েত থেকে ২০ হাজার মানুষ শহীদ দিবসে কলকাতায় যাবে।