০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী
                              							ইমামা খাতুন							
								
                                
                                - আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
 - / 347
 
পুবের কলম, ওয়েব ডেস্ক: আজ ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী।
জানা গেছে, দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজ তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে প্রশাসনিক সভা। তার পরে রাজনৈতিক জনসভা।
১) এদিন দুপুর ২টো ৪০ নাগাদ বিহার থেকে বিশেষ বিমানে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদি।
২) ৩টে থেকে সাড়ে ৩টে পর্যন্ত সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
৩) এদিনের সভা থেকে ৫ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের সূচনা করবেন মোদি।
৪) এর পরে ৩টে ৩৫ নাগাদ রাজনৈতিক সভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি। থাকবেন ৪.৩০ পর্যন্ত।
৫) সবশেষে রাজনৈতিক সভা শেষ করে ৫টা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেবেন নরেন্দ্র মোদি।
																			
																		

















































