২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৪১ লক্ষ নাম!

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
  • / 66

বিহারে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর ফলে অন্তত ৪১ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এই ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। আগামী ৬ দিনের মধ্যে সঠিক অবস্থান নিশ্চিত না হলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীসহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে সরিয়ে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিহারের পর ধাপে ধাপে অন্যান্য রাজ্যেও এ প্রক্রিয়া চালানো হবে।

বুথ স্তরের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে দেখেন, এই ৪১ লক্ষ ভোটারের মধ্যে ১৪.১ লক্ষ ইতিমধ্যেই মৃত, ১৯.৭ লক্ষ অন্যত্র চলে গেছেন, প্রায় সাড়ে সাত লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোটের জন্য আবেদন করেছেন, আর ১১ হাজার ভোটারের কোনও খোঁজই পাওয়া যায়নি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৪১ লক্ষ নাম!

আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার

বিহারে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর ফলে অন্তত ৪১ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এই ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। আগামী ৬ দিনের মধ্যে সঠিক অবস্থান নিশ্চিত না হলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীসহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে সরিয়ে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিহারের পর ধাপে ধাপে অন্যান্য রাজ্যেও এ প্রক্রিয়া চালানো হবে।

বুথ স্তরের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে দেখেন, এই ৪১ লক্ষ ভোটারের মধ্যে ১৪.১ লক্ষ ইতিমধ্যেই মৃত, ১৯.৭ লক্ষ অন্যত্র চলে গেছেন, প্রায় সাড়ে সাত লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোটের জন্য আবেদন করেছেন, আর ১১ হাজার ভোটারের কোনও খোঁজই পাওয়া যায়নি।