পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কীভাবে বিধ্বস্ত হল? ঘটনার পিছনে কারণ? সমস্ত বিষয় খতিয়ে দেখবে সরকার বলে জানালেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে ইতিমধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত হয়েছে প্রশিক্ষণ বিমানটির পাইলটেরও। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ৭০ জনের বেশি গুরুতর আহতদের বর্তমানে চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে। আহতদের অধিকাংশই শিক্ষার্থী। এদিন আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন আইনি উপদেষ্টা।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। সরকার ইতোমধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।





























