পাসপোর্ট আদালতে, তবুও দেশ ছাড়লেন রাশিয়ান মা! সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিস্ফোরক তথ্য

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্ক: পাঁচ বছরের ছেলেকে নিয়ে গোপনে ভারত ছাড়লেন রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া! বিহার, নেপাল ও দুবাই হয়ে শেষ পর্যন্ত রাশিয়া পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভিক্টোরিয়া লুকআউট নোটিস জারির আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। চন্দননগরের বাসিন্দা সৈকত বসু তাঁর স্ত্রী ও সন্তানের খোঁজে আদালতের দ্বারস্থ হওয়ার পর এই ঘটনাপ্রবাহ সামনে আসে।
গত ৭ জুলাই থেকে নিখোঁজ ছিলেন ভিক্টোরিয়া ও তাঁর পুত্রসন্তান। ১৭ জুলাই সৈকত বসু সুপ্রিম কোর্টে অভিযোগ জানান। আদালত অবিলম্বে রাশিয়ান মহিলার খোঁজে পদক্ষেপের নির্দেশ দেয় এবং কেন্দ্রের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে লুকআউট নোটিস জারির নির্দেশ দেয়। দিল্লি পুলিশকেও একই সঙ্গে সক্রিয় হতে বলা হয়।
১৮ জুলাই কেন্দ্র আদালতকে জানায়, দেশজুড়ে লুকআউট নোটিস জারি করা হয়েছে এবং ভিক্টোরিয়ার দেশত্যাগ রোখার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, লুকআউট নোটিস জারির আগেই তিনি দেশ ছাড়েন।
কীভাবে এই তথ্য মিলল? অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, ভিক্টোরিয়ার মোবাইলের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে জানা গিয়েছে—৮ জুলাই তিনি বিহারে ছিলেন, সেখান থেকে পাড়ি দেন নেপালে, পরে দুবাই হয়ে ১৬ জুলাই পৌঁছন রাশিয়ায়। তিনি আরও বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে মহিলার যাত্রা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
এই তথ্য সামনে আসতেই সুপ্রিম কোর্টের বেঞ্চ, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণ—রুশ দূতাবাস ও কিছু ভারতীয় আধিকারিক হয়তো এই পলায়নের নেপথ্যে রয়েছেন। কারণ, শিশুটির পাসপোর্ট এখনও আদালতের হেফাজতে রয়েছে, তবুও কীভাবে দেশ ছেড়েছে সে?
এই পরিস্থিতিতে কেন্দ্র আদালতকে জানায়, তদন্ত চলছে। যদি নিশ্চিত হয় যে ভিক্টোরিয়া রাশিয়ায় পৌঁছে গিয়েছেন, তবে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে পদক্ষেপ নেওয়া হবে।
এই চাঞ্চল্যকর ঘটনার দিকে এখন গোটা দেশের নজর। সন্তান হেফাজতের লড়াই এখন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর পথে।