বিহারে ৭৩ লক্ষ ভোটারের হদিশ নেই, ভোটার তালিকা প্রকাশের আগে চাপে নির্বাচন কমিশন

- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 41
পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকা থেকে ৭৩ লক্ষ ভোটার নিখোঁজ! হাতে সময় আর এক সপ্তাহও নেই। এর মধ্যেই বিশেষ ও নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন, যার শেষ তারিখ ২৫ জুলাই। এর পরেই বিহারে কয়েক দশক পর প্রথমবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। কমিশনের পরিকল্পনা, ১ আগস্ট প্রকাশ করা হবে সেই খসড়া তালিকা।
কিন্তু প্রশ্ন উঠছে—এই তালিকায় জায়গা হবে তো নিখোঁজ ৭৩ লক্ষ ভোটারের? সূত্র বলছে, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিচ্ছে না। বরং এই বিপুল ভোটারদের খুঁজেই পাওয়া যাচ্ছে না।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারের ১২টি প্রধান রাজনৈতিক দলকে পাঠিয়েছে ২৯ লক্ষ ভোটারের একটি আলাদা তালিকা। এই ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় Enumeration Form এখনও জমা দেয়নি সংশ্লিষ্টরা। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ২৯ লক্ষ ৬২ হাজার ভোটারকে নিয়েই কোনও তৎপরতা দেখা যাচ্ছে না। কমিশন তাই জেলা স্তরে রাজনৈতিক দলের সভাপতিদের ও স্থানীয় কর্মীদের মাধ্যমে এই ভোটারদের খোঁজ করতে বলেছে। পাশাপাশি, এই কাজে নিয়োগ করা হচ্ছে প্রায় দেড় লক্ষ বুথ লেভেল এজেন্ট (BLA)।
তবে আরও বড় চিন্তার বিষয় ৪৩ লক্ষ ৯৩ হাজার ভোটার। তাদের নাম কেন বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? কমিশনের ব্যাখ্যা, ভোটারদের দেওয়া ঠিকানায় গিয়ে তাদের খোঁজ পাচ্ছেন না বুথ লেভেল অফিসাররা (BLO)। অনেকে বাড়ি বদল করেছেন, কেউ হয়তো অন্য রাজ্যে চলে গিয়েছেন। তেমন হলে তথ্য না থাকায় নির্বাচন কমিশনের পক্ষে তাদের নাম রাখাও সম্ভব নয়।
কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ভোটারদের হদিশ না মেলে, তাহলে তাদের নামও বাধ্য হয়েই তালিকা থেকে বাদ দিতে হবে।
এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির আশঙ্কা বাস্তবে পরিণত হচ্ছে কি না, সে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ভোটের আগে এত লক্ষ ভোটারের বাদ পড়া বিহারের রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, কমিশন আগামী ২৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করে, ১ আগস্ট তা প্রকাশ করতে চায়। তবে এই ৭৩ লক্ষ ভোটার যদি তালিকায় না থাকেন, তাহলে যে বিতর্ক আরও বাড়বে, তা বলাই বাহুল্য।