নামখানার মুড়িগঙ্গায় ডুবে যাওয়া ছাই বোঝাই জাহাজ থেকে দূষিত হচ্ছে নদী

- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 43
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : নামখানার মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া বার্জকে এখনো পর্যন্ত তোলা সম্ভব হলো না, নদীতে ভাসছে ছাই, তেল। দূষণের ফলে থাকছে মাছের ক্ষতি হওয়ার আশঙ্কা।গত বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাতানিয়া দোয়া নিয়া ব্রিজ সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে হঠাৎ করে ডুবতে শুরু করে বাংলাদেশের বার্জ, মেদিনীপুরের কোলাঘাট থেকে ছাই ভর্তি করে নিয়ে বাংলাদেশের যাওয়ার সময় মুড়িগঙ্গা নদীতে এই অঘটন ঘটে।
জাহাজে থাকা ৮ জন নাবিককে উদ্ধার করে স্থানীয় আরেকটি বাংলাদেশের জাহাজ।দেখতে দেখতে ৬ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত এই ছাই ভর্তি বার্জটিকে তুলতে না পারায় আতঙ্কে ভুগছে এলাকার মৎস্যজীবীরা। এমনকি এই ডুবন্ত বার্জের উপরে কোন আলো দিয়ে সিগন্যালের ব্যবস্থা করা হয়নি। যার ফলে রাত্রে চলতে গিয়ে আরো কোনো বড় বিপদ ঘটতে পারে, এই জাহাজে ধাক্কা লেগে।
অন্যদিকে জাহাজে থাকা তেল এবং কোলাঘাটের ছাই জলের সঙ্গে মিশতে শুরু করেছে, যার ফলে এই নদীতে দূষণ ছড়াবে বলে মনে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীদের। প্রচুর পরিমাণে মাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বার্জটিকে তুলে নেওয়ার আর্জি জানিয়েছে এলাকাবাসীরা।
ডুবন্ত বার্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে বাংলাদেশী জাহাজে রয়েছেন ডুবন্ত জাহাজের ৮ জন নাবিক ও কর্মী। তারা কবে বাড়ি ফিরবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।তবে জাহাজের এক এজেন্ট নির্ধারিত কর্মী জানিয়েছেন জাহাজ থেকে ছাই বস্তায় করে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ছাই খালি না করা পর্যন্ত জাহাজটি তোলা সম্ভব নয়। এখন দেখার কবে ছাই খালি হয় এবং জাহাজটিকে উদ্ধার করা হয়।