০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে বাবর আজম, পাঁচে কোহলি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার
  • / 62

পুবের কলম ওয়েব ডেস্ক:  চলিত টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। তারই পুরস্কার স্বরুপ আইসিসি প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদেরর্ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে এলেন তিনি। বাবরের সংগ্রহে রয়েছে ৮৩৪ পয়েন্ট। মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ৭০ রান করেন পাক অধিনায়ক। 

তলিকায় এক ধাপ নেমে ইংল্যান্ডের ডেভিড  মালান রয়েছেন ২ নম্বর স্থানে। তাঁর রয়েছে ৭৯৮ পয়েন্ট। ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন পাঁচে। তাঁর সতীর্থ কে এল রাহুল আট নম্বর জায়গাটি দূল করেছেন। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। এই তালিকায় তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং পাক ওপেনার মুহাম্মদ রিজওয়ান। তিনিও চলতি বিশ্বকাপে দারুন ছন্দে রয়েছেন। মঙ্গলবারই নামবিয়ার বিরুদ্ধে  ৫০ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

টি-২০ বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানেন্দু ডি সিলভা। তাঁর সংগ্রহে ৭৭৬ পয়েন্ট। এই তালিকার প্রথম দশে কোনও ভারতীয়র জায়গা হয়নি। ডি সিলভার পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি ( ৭৭০ পয়েন্ট)। বোলারদের মধ্যে তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের আদিল রশিদ এবং আফগান তারকা রশিদ খান। পাঁচে রশিদের সতীর্থ মুজিব উর রহমান।  

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

আরও পড়ুন: টি-২০ র‌্যাঙ্কিং, রিজওয়ানকে সরিয়ে শীর্ষে সূর্যকুমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে বাবর আজম, পাঁচে কোহলি

আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  চলিত টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। তারই পুরস্কার স্বরুপ আইসিসি প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদেরর্ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে এলেন তিনি। বাবরের সংগ্রহে রয়েছে ৮৩৪ পয়েন্ট। মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ৭০ রান করেন পাক অধিনায়ক। 

তলিকায় এক ধাপ নেমে ইংল্যান্ডের ডেভিড  মালান রয়েছেন ২ নম্বর স্থানে। তাঁর রয়েছে ৭৯৮ পয়েন্ট। ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন পাঁচে। তাঁর সতীর্থ কে এল রাহুল আট নম্বর জায়গাটি দূল করেছেন। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। এই তালিকায় তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং পাক ওপেনার মুহাম্মদ রিজওয়ান। তিনিও চলতি বিশ্বকাপে দারুন ছন্দে রয়েছেন। মঙ্গলবারই নামবিয়ার বিরুদ্ধে  ৫০ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

টি-২০ বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানেন্দু ডি সিলভা। তাঁর সংগ্রহে ৭৭৬ পয়েন্ট। এই তালিকার প্রথম দশে কোনও ভারতীয়র জায়গা হয়নি। ডি সিলভার পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি ( ৭৭০ পয়েন্ট)। বোলারদের মধ্যে তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের আদিল রশিদ এবং আফগান তারকা রশিদ খান। পাঁচে রশিদের সতীর্থ মুজিব উর রহমান।  

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

আরও পড়ুন: টি-২০ র‌্যাঙ্কিং, রিজওয়ানকে সরিয়ে শীর্ষে সূর্যকুমার