হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পুজোর ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, আহত বহু

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 30
পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের জনপ্রিয় এই মন্দিরটি পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত। মন্দিরে পৌঁছতে সিঁড়ি ভাঙতে হয় পুণ্যার্থীদের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার সকালেই মন্দির চত্বরে ভিড় করেন প্রচুর ভক্ত। সেই সময় সিঁড়িতে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের উপর পড়ে যান অনেকে। সেই অবস্থাতেই উপরে উঠতে থাকেন অন্য পুণ্যার্থীরা। তাতেই আরও বড় আকার নেয় বিশৃঙ্খলা।
ঘটনাস্থলে পৌঁছেছেন গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দ্রুতগতিতে।
ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, পুণ্যার্থীদের আর্তনাদ, বিশৃঙ্খল পরিস্থিতি এবং উদ্ধারকার্য চলছে একযোগে। আহতদের চিকিৎসা চলছে জোর কদমে। তবে আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং রাজ্য সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
হরিদ্বার মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু—এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সামলানোর পরিকাঠামো নিয়ে। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও প্রস্তুতি নিয়েও আলোচনা শুরু হয়েছে।