চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 12
পুবের কলম, পাটনা: ডাবল ইঞ্জিনের বিহারে চুরির অভিযোগে চার বালককে মারধর করে হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গোটা গ্রাম। ২৫ কেজি মটরশুঁটি চুরির অভিযোগে বালকদের নির্মমভাবে শাস্তি দেওয়া হয়। শনিবার এমনই নির্মম ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরের ঝাওয়াবাহিয়ার এলাকার। ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, নাবালকদের হাত বাঁধা অবস্থায় তাদের গোটা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়ানো হচ্ছে।
সূত্রের খবর, এক বালক চুরির কথা স্বীকার করে এবং আরও তিনজনকে জড়িত ছিল বলে জানায়। তারপরই তাদের মারধর করে জনসমক্ষে অপমানিত করা হয়। তাদের শিক্ষা দিতে দড়ি দিয়ে হাত বেঁধে গোটা গ্রাম ঘোরানো হয়। যদিও এমন নির্মম ঘটনা দেখে কেউ প্রতিবাদ করেনি। স্থানীয়দের একাংশের বক্তব্য, ভবিষ্যতে তারা যাতে চুরি করতে না পারে, যে কারণেই তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। এবিষয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ জানিয়েছেন, আমরা ঘটনার একটি ভিডিয়ো পেয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে।