পাকিস্তানি গোলাবর্ষণে বাবা-মা হারানো ২২ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

- আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 41
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের গোলাবর্ষণে বাবা-মাকে হারানো ২২ জন শিশুর শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কররা। সোমবার (২৮ জুলাই) রাজৌরিতে এক সাংবাদিক সম্মেলনে কররা জানান, ৭ থেকে ১০ মে পর্যন্ত পুঞ্চ ও রাজৌরি জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারান ও আহত হন।
নিহতদের মধ্যে অধিকাংশই উপার্জনক্ষম ছিলেন, যাদের সন্তানরা আজ অভিভাবকহীন। তারিক হামিদ কররা জানান, পহেলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ভারত সীমান্তপারের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। এর পরই পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণে পুঞ্চ জেলায় ১৩ জন বেসামরিক নাগরিকসহ মোট ২৬ জন নিহত হন।
এই ঘটনার প্রেক্ষিতে রাহুল গান্ধী পুঞ্চ সফরে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। শোকাহত পরিবারগুলোর সঙ্গে দেখা করে রাহুলজী নির্দেশ দেন, যেন এমন স্কুলপড়ুয়া শিশুদের একটি তালিকা তৈরি করা হয়, যারা তাদের বাবা-মাকে হারিয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২২ জন শিশুর তালিকা তৈরি হয়েছে, তবে চলমান সফরের শেষে আরও কিছু শিশু এই তালিকায় যুক্ত হতে পারে। রাহুল গান্ধীর পক্ষ থেকে পাঠানো আর্থিক সহায়তা সরাসরি ক্ষতিগ্রস্ত শিশুদের হাতে তুলে দিতে শীঘ্রই পুঞ্চ সফরে যাবেন তিনি। এই উদ্যোগের মূল লক্ষ্য, যাতে এই শিশুদের ভবিষ্যত কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বলে, জানান কররা।