৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় বিপর্যস্ত চিনের বেশকিছু শহর, ৩০ জনের মৃত্যু-জারি উদ্ধার কাজ

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক: অতিভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। এছাড়াও দেশের বাইরের বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চিনে। লাগাতার ঝড়বৃষ্টির ফলে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন চিনা প্রশাসন। সূত্রের খবর, মঙ্গলবারও আগাম ভারী বৃষ্টির পুর্বাভাস পাওয়ার পরই ৮০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। জোরকদমে বন্যা পরিস্থিতির মোকাবিলা করছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেজিংয়ের এক বাসিন্দা জানান, কিছু বুঝে ওঠার আগেই খুব দ্রুত এবং হঠাৎ করেই বন্যা হয়ে গেল। বছরের এই সময়টাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় বেজিংয়ে।

চিনের বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে খবর, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জনের মৃত্যু হয়েছে ইয়ানকিংয়ে। এই বন্যার ফলে প্রায় ১৩০টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্তও হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে বন্যায় আটকে পড়াদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন: বড় পদক্ষেপ, একযোগে ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ গুগলের

প্রসঙ্গত, ২০১২ সালের জুলাইয়ে যে বন্যা হয়েছিল, তাতে ৭৯ জনের মৃত্যু হয়েছিল। ১৩ বছর আগের এই বন্যায় ছিল সবচেয়ে ভয়াবহ। বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সমস্ত জরুরি বিভাগকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চিন

আরও পড়ুন: চিনের দিকে ঈষৎ ঝুঁকে, বোঝালেন নেপালের প্রধানমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্যায় বিপর্যস্ত চিনের বেশকিছু শহর, ৩০ জনের মৃত্যু-জারি উদ্ধার কাজ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অতিভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। এছাড়াও দেশের বাইরের বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চিনে। লাগাতার ঝড়বৃষ্টির ফলে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন চিনা প্রশাসন। সূত্রের খবর, মঙ্গলবারও আগাম ভারী বৃষ্টির পুর্বাভাস পাওয়ার পরই ৮০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। জোরকদমে বন্যা পরিস্থিতির মোকাবিলা করছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেজিংয়ের এক বাসিন্দা জানান, কিছু বুঝে ওঠার আগেই খুব দ্রুত এবং হঠাৎ করেই বন্যা হয়ে গেল। বছরের এই সময়টাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় বেজিংয়ে।

চিনের বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে খবর, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জনের মৃত্যু হয়েছে ইয়ানকিংয়ে। এই বন্যার ফলে প্রায় ১৩০টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্তও হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে বন্যায় আটকে পড়াদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন: বড় পদক্ষেপ, একযোগে ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ গুগলের

প্রসঙ্গত, ২০১২ সালের জুলাইয়ে যে বন্যা হয়েছিল, তাতে ৭৯ জনের মৃত্যু হয়েছিল। ১৩ বছর আগের এই বন্যায় ছিল সবচেয়ে ভয়াবহ। বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সমস্ত জরুরি বিভাগকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চিন

আরও পড়ুন: চিনের দিকে ঈষৎ ঝুঁকে, বোঝালেন নেপালের প্রধানমন্ত্রী