১০৫ প্রাথমিক স্কুল বন্ধ যোগীর সিদ্ধান্তে, শীর্ষ কোর্টে সাংসদ

- আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 31
নয়াদিল্লি : উত্তর প্রদেশে সরকারি ১০৫ টি প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপ সাংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। গত ২৪ জুন এই সরকারি সার্কুলার বেরিয়েছে। স্কুলগুলিতে নাকি পড়ুয়ার সংখ্যা তলানিতে ঠেকায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্কুলগুলিকে তুলে দিয়ে পাশ্ববর্তী চালু স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সাংসদের যুক্তি, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত অসাংবিধানিক। শিশুদের নিখরচায় আবশ্যিক শিক্ষা আইনের ২১ক ধারা অনুযায়ী শিশুরা বঞ্চিত হচ্ছে।
রাইট টু এডুকেশন আইনের ৪(১ক) ধারায় বলা হয়েছে, প্রতি ৩০০ জন বাসিন্দাবিশিষ্ট এক কিমি বৃত্তের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির একটি প্রাথমিক স্কুল থাকতে হবে। সাংসদ বলেছেন, এই স্কুলগুলি তুলে দেওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তফসিল জাতি, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ থেকে ১১ বছরের পড়ুয়ারা।